চিকেন কাটলেট

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. ২৫০গ্রামবোনলেস চিকেন
  2. ৪টেডিম
  3. ১টাপাতিলেবু
  4. ২টো মাঝারি পেঁয়াজ
  5. ২"আদা
  6. ৭-৮ কোয়ারসুন
  7. ৩টেকাঁচা লঙ্কা (ঝাল টা নিজের টেস্ট অনুযায়ী)
  8. ১মুঠোধনেপাতা
  9. ২০০গ্রামব্রেড ক্রাম্ব
  10. ৪চা চামচকর্নফ্লাওয়ার
  11. ২৫০গ্রামসাদা তেল
  12. স্বাদ মত নুন চিনি
  13. ১/২কাপময়দা
  14. ২ স্লাইসপাউরুটি
  15. ২ চা চামচ ব্ল্যাক পেপার ২চামচ

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    একটা মিক্সিং জারের মধ্যে চিকেন, কাঁচালঙ্কা,রসুন, আদা,ধনেপাতা ডিম ১টা,পাউরুটি ২পিস একটা লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন।

  2. 2

    এবার মিক্সিং জার থেকে মিশ্রণ টা বার করে ২চামচ সাদা তেল ও ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মেখে নিন (হাত দিয়ে) প্রয়োজন অনুযায়ী ময়দা দিয়ে একটা ডো তৈরী করুন। নুন চিনি স্বাদমতো দিন।

  3. 3

    অন্য দিকে একটা পাত্রে ২ডিম সামান্য কর্নফ্লাওয়ার নুন,ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন।

  4. 4

    অন্য একটা প্লেটে বিস্কুট গুঁড়ো নিয়ে নিন

  5. 5

    এবার আগের থেকে তৈরী করা চিকেন এর মিশ্রণ থেকে কিছু টা করে ডো নিয়ে কাটলেট এর আকারে গড়ে নিন।

  6. 6

    কড়াইয়ে তেল গরম করতে দিন।

  7. 7

    কাটলেট গুলো একটা করে নিয়ে একবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো কোট করে নিন।এই প্রক্রিয়া টি একই ভাবে ২ বার করুন। এতে কাটলেট খুব ই সুন্দর হবে।

  8. 8

    তেল হালকা গরম হলে কাটলেট গুলো ডিপ ফ্রাই করুন।

  9. 9

    দুপাশ গোল্ডেন ব্রাউন হলে তুলে রাখুন টিসু পেপার এর উপর। এক্ট্রা তেল শুশে নেবে।

  10. 10

    সস ও স্যালাড এর সাথে সার্ভ করুন চিকেন কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

Similar Recipes