ক্রিসপি চিকেন পকোড়া (crispy chicken pakora recipe in Bengali)

Sutapa Dutta
Sutapa Dutta @cook_22640042

#প্রিয়জন রেসিপি

মসালারিচ মুচমুচে এই স্টাইলের পকড়া টি আমার তনয় টির খুব ই প্রিয়।

ক্রিসপি চিকেন পকোড়া (crispy chicken pakora recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি

মসালারিচ মুচমুচে এই স্টাইলের পকড়া টি আমার তনয় টির খুব ই প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 সারভিংস
  1. 500 গ্রামবোনলেস চিকেন
  2. 1 ত্রবিল চামচকরে আদা আর রসুন বাটা
  3. 1টি বড় পাতিলেবু
  4. স্বাদ অনুযায়ীকাঁচালঙ্কা চেরা
  5. প্রয়োজন অনুযায়ী কারি পাতা বেশ খানিকটা
  6. 1টেবিল চামচধনে গুঁড়ো
  7. 1 চামচএভারেস্ট গরম মসলা পাউডার
  8. 2 টেবিল চামচলাল লংকা গুঁড়ো(ঝাল হয় যেটা)
  9. 2টিডিম
  10. 3:3:1 অনুপাতেকর্নফ্লাওয়ার :ময়দা
  11. 1 চিমটিবাকিং সোডা
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. প্রয়োজন অনুযায়ীকাজু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ম্যারিনেসন 1- চিকেন এ লেবুর রস,আদা রসুন, নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গতমাসালা পাউডার দিয়ে ভালো মেখে রাখে দিতে হইবে মিনিমাম 1 ঘন্টা।বেশি হলে আরো ভালো হয়। এই পকরায় গুঁড়ো মসলা এর পরিমাণ নিজের মতো করে নেবেন, তবে এটা বেশ মসলাদার আর ঝাল হয়

  2. 2

    ম্যারিনেসন 2- এরপর ওর মধ্যে, ডিম কারীপাতা, কর্নফ্লাওয়ার, ময়দা,বেকিং সোডা, কাঁচালঙ্কা চেরা গুলো দিয়ে মেখে রাখতে হবে 15 মিন ।চালের গুঁড়ো দিতে পারেন। একটু জল ও দিতে পারেন শুকনো হয়ে গেলে।কয়েকটা কারীপাতা ভেঙে দিতে পারেন। একদম ভাজার আগে কাজু গুলো আস্ত আস্ত হালকা হাত এ মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর তেল গরম করে অর্ধেক ভেজে তুলে নিয়ে, একটু বাদে আবার ভাজতে হবে। কাজু, চেরা লঙ্কাগুলো চিকেন এর থেকে আলাদা আলাদা করে ভাজলে ভালো হয়, চিকেন তা ভাজা হয়ে গেলে। নামিয়ে চাটমাসালা ছিটিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Dutta
Sutapa Dutta @cook_22640042

মন্তব্যগুলি (4)

Similar Recipes