তালের ভাপা পিঠে ও বড়া(Taler bhapa pithe O taler bora recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#JM

জন্মাষ্টমী উপলক্ষে গোপালের প্রিয় দপ তাল, তালের বড়া বা ফুলুরি তালের লুচি আমরা সকলেই খেয়ে থাকি বা পৌষ পার্বনে নানান পিঠে পুলি খায় কিন্তু এই তালের পিঠে একদম ইউনিক রেসিপি, নিত্য নতুন রেসিপি আর ততটাই সুস্বাদু

তালের ভাপা পিঠে ও বড়া(Taler bhapa pithe O taler bora recipe in bengali)

#JM

জন্মাষ্টমী উপলক্ষে গোপালের প্রিয় দপ তাল, তালের বড়া বা ফুলুরি তালের লুচি আমরা সকলেই খেয়ে থাকি বা পৌষ পার্বনে নানান পিঠে পুলি খায় কিন্তু এই তালের পিঠে একদম ইউনিক রেসিপি, নিত্য নতুন রেসিপি আর ততটাই সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৮ জন
  1. ২ টো ছোট তালের পাল্প
  2. ১ .৫কাপ চালের গুঁড়ো
  3. ১/২ কাপ সুজি
  4. ১/২ নারকেল কোরা, এই হচ্ছে পিঠের উপকরণ
  5. ১ কাপবড়ার জন্য- আটা
  6. ১ কাপ ময়দা
  7. ১/২ কাপ সুজি
  8. ১/৪ কাপ চিনি
  9. ১/৪ নারকেল কোরা
  10. ১ চিমটি নুন
  11. ১ চা চামচ মৌরি(গোটা)
  12. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    সবার আগে তাল টা ছাড়িয়ে পাল্প টা বের করে নিয়েছি, আমার তালের পাল্প টা একটু পাতলা ছিল সেই জন্য একটু ফুটিয়ে নিয়েছি, তোমরা কাঁচা পাল্প দিয়ে করতে পারো. ফোটাবার সময় আমি বড় টেবিল চামচ ৪ চামচ চিনি আর এক চিমটি নুন দিয়ে লো আঁচে ৫/৭ মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি

  2. 2

    এবার একটা বড় পাত্রে চালের গুঁড়ো ১/২ সুজি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১ চামচ ১ চামচ করে ৭চামচ তালের পাল্প দিয়ে চালের গুঁড়ো ও সুজি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, খেয়াল রাখতে হবে ডো যেন খুব নরম বা শক্ত না হয়ে.এবার একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে জল টা ভালো করে চিপে নিয়ে ডো টা ৫ মিনিট রেখে দেবার পর ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে নিয়ে গোল পাকিয়ে বাটির মতো করে নিয়ে তার মধ্যে নাড়কেল কোঁড়া দিয়ে পিঠের মতো করে তৈরি করে নিয়েছি, এরপর একটা হাঁড়িতে জল দিয়ে হায় আঁচে ফুটতে দিয়েছি

  3. 3

    জল ফুটলে হাঁড়ির মুখে একটা স্টেনারে অল্প ঘি ব্রাশ করে পিঠে গুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ২৫ মিনিট ভাপে হওয়ার পর ঢাকা তুলে পিঠে গুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে ৫ মিনিট ভাপে হওয়ার পর গ্যাস অফ্ করে পিঠে গুলো তুলে নিলেই একদম নরম তুলতুলে পিঠে তৈরি.

  4. 4

    বড়া বা ফুলুরি করতে বাকি তালের পাল্পের সাথে ময়দা আটা সুজি নারকেল কোঁড়াও চিনি দিয়েছি

  5. 5

    এবার ওর মধ্যে গোটা মৌরি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিয়ে ১০ মিনিট রেখে দিয়ে ১০ মিনিট পর গ্যাসে তেল বসিয়ে ভালো করে গরম করে নিয়ে আঁচ মিডিয়ামে করে একটা একটা করে বড়া ছেড়ে একপিঠ বেশ লালচে রং ধরলে সাবধানে উল্টে দিয়ে ৫/৬ মিনিট টাইম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড়া ভেজে তুলে নিয়েছি, অপূর্ব স্বাদের তালের বড়া বা ফুলুরি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes