ছোলার ডালের উপমা (Cholar daler upma recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

ছোলার ডালের উপমা (Cholar daler upma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২জনের জন্য
  1. ১২০গ্রামছোলার ডাল
  2. ১চা চামচছোলার ডাল ভাজা
  3. ৫/৬টিকারিপাতা (ফোড়নের জন্য)
  4. ১চা চামচক্যাপ্সিকাম কুচি
  5. ২চা চামচগাজর কুচি
  6. ১/২চা চামচআদা কুচি
  7. ১/২চা চামচবিন কুচি
  8. ১০/১২টিবাদাম
  9. ২চা চামচধনেপাতা কুচি
  10. ১চা চামচকারিপাতা কুচি
  11. ২টিকাঁচা লঙ্কা কুচি
  12. ১/২চা চামচসর্ষে
  13. ১/২চা চামচনুন
  14. ১/২চা চামচচিনি
  15. ৩টেবিল চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ছোলার ডাল ভালো করে ধুয়ে নিলাম।

  2. 2

    ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম।

  3. 3

    ১/২ ঘন্টা পর ভেজানো ছোলার ডাল ছাঁকনিতে ঢেলে জল ভালো করে ঝরিয়ে নিলাম।

  4. 4

    গ্রাইন্ডারে জল ঝরানো ছোলার ডাল লংকা কুচি দিয়ে ১বার ঘূরিয়ে নিলাম যাতে পেষ্ট না হয় দানা দানা থাকে।

  5. 5

    কড়াই গরম করে তেল দিয়ে বাদাম ছোলার ডাল ভেজে তুলে রাখলাম।

  6. 6

    ঐ তেলে সর্ষে ফোড়ন দিয়েআদা কুচি কারিপাতা কুচি গাজর কুচি ক্যাপ্সিকাম কুচি বিন কুচি ভেজে নিলাম।

  7. 7

    সব ভাজা সবজির মধ্যে ছোলার ডাল ঢেলে দিয়ে কষিয়ে নিলাম যাতে ছোলার ডালের গন্ধ চলে যায়।

  8. 8

    এবার কষানো ছোলার ডাল লো ফ্লেমে ১বার/২বার একটু একটু জলের ছিটা দিয়ে কারিপাতা কুচি ধনেপাতা কুচি ভাজা বাদাম ভাজা ছোলার ডাল নুন চিনি মিশিয়ে নেড়েচেড়ে ১মিনিট ঢেকে রাখলাম।

  9. 9

    তৈরি হয়ে গেল ছোলার ডালের উপমা।

  10. 10

    একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

Similar Recipes