চিকেন টিক্কা প্যান পিজ্জা (chicken tikka pan pizza recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

#ssr
বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন

চিকেন টিক্কা প্যান পিজ্জা (chicken tikka pan pizza recipe in Bengali)

#ssr
বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘন্টা
  1. ২কাপ ময়দা
  2. ২-৩চা চামচ ঈস্ট
  3. স্বাদ মতনুন
  4. ১/৪কাপ তেল
  5. ১/২কাপ চিকেন কিউব
  6. ১/২কাপ পেঁয়াজ কিউব
  7. ৩চা চামচ অরিগ্যানো
  8. ২চা চামচ চিল্লি ফ্লেক্স
  9. ১ চা চামচ ধনে জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ভিনিগার
  11. ২ চা চামচ মেয়োনিজ
  12. ৩চা চামচ পিজ্জা সস
  13. ১.৫কাপ পিজ্জা চীজ
  14. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. পরিমাণ মতগরম জল
  16. ১চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২ঘন্টা
  1. 1

    ময়দা,চিনি,ইস্ট,নুন,তেল নিয়ে গরম জল দিয়ে মেখে একটু শক্ত ডো বানিয়ে ভালো করে তেল লাগিয়ে ঢ়েকে গরম জায়গায় ৩-৪ ঘন্টা রেখে দিতে হবে ।

  2. 2

    চিকেন,ভিনিগার,জিরে,ধনে,লঙ্কাগুরো,নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।

  3. 3

    অল্প তেলে চিকেন গ্ৰীল করতে হবে সাথে অরিগ্যানো,চিল্লিফ্লেক্স দিয়ে।

  4. 4

    ডো ফুলে ডবল হলে গোল মোটা রুটির মতন বেলে ফর্ক দিয়ে হোল বানিয়ে দিতে হবে পুরো রুটিতে।

  5. 5

    প্যানে রুটিটা দিয়ে একটা পাস ২-৩ মিনিট সেকে নিতে হবে।প্যান থেকে নামিয়ে নিতে হবে।

  6. 6

    স্যাকা দিকে পিজ্জাসস,মিওনিজ ভালো করে লাগিয়ে অল্প অরিগ্যানো,চিল্লিফ্লেক্স ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    তারপর চিকেন,পিয়াজ সাজিয়ে ওপরে চিজ ছড়িয়ে প্যানে দিতে হবে ওপরে ঢাকা দিয়ে লো আঁচে ৭-১৫ মিনিট মতন(চিজ মেল্ট হয়ে রুটি বেক হবে নিচের দিকে মাঝে চেক করতে হবে যাতে রুটি পুড়ে না যায়)

  8. 8

    পিজ্জা নামিয়ে অরিগ্যানো,চিল্লিফ্লেক্স ছরিয়ে কাট করে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes