কাতলা মাছের তেল ঝাল (Katla macher tel jhal recipe in Bengali)

Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

#ssr
মাছ আমাদের সবার খুব প্রিয়।আর এই রেসিপি হলে তো কথাই নেই

কাতলা মাছের তেল ঝাল (Katla macher tel jhal recipe in Bengali)

#ssr
মাছ আমাদের সবার খুব প্রিয়।আর এই রেসিপি হলে তো কথাই নেই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৪ টুকরোকাতলা মাছ
  2. ১চা চামচধনে গুঁড়ো
  3. ১/২ চা চামচজিরে গুঁড়ো ১\২
  4. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ টা পেঁয়াজ কুঁচি
  7. ৭ - ৮কোয়া রসুন কুচি
  8. ১ টা ছোট টমেটোর কুচি
  9. ১ চা চামচসরষে বাটা ১চামচ
  10. ১/২ চা চামচকালো জিরে সামান্য
  11. ১\২চা চামচ আদা বাটা
  12. ২টিকাঁচা লঙ্কা
  13. ১কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
    এরপর মাছ ভাজবার জন্য কড়াই গরম করে তেল দিতে হবে।
    তেল গরম হলে দিয়ে দিতে হবে নুন - হলুদ মাখানো মাছ।
    উল্টে পাল্টে মাছের পিস গুলো লালচে করে ভেজে নিতে হবে।
    মাছের পিস ভাজা হলে তেল থেকে তুলে নিতে হবে।
    এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালোজিরে আর দিতে হবে পেঁয়াজ কুঁচি।

  2. 2

    পেঁয়াজ কুঁচি ভালোভাবে ভাজা হলে ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে -জিরে গুঁড়ো, আদা-রুসুন বাটা আর দিতে হবে অল্প একটু জল, যাতে মশলা ভালোভাবে কষানো যায়।
    মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিতে হবে রুসুন কুঁচি, টম্যাটো কুঁচি আর দিতে হবে পরিমাণ মতো নুন। এ সময় নুন দিলে টম্যাটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
    এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট। তবে আঁচটা কমিয়ে দিতে হবে।

  3. 3

    কিন্তু মাঝে এক বার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
    ১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। টম্যাটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে।
    এবার দিতে হবে জল। আর দিয়ে দিতে হবে সরষে বাটা।
    এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মাছ আর ওপরে ছড়িয়ে দিতে হবে কাঁচা সরষের তেল।
    এবার এটা হতে দিতে হবে ১০ মিনিট, আঁচ কিন্তু কমানো থাকবে।
    মাঝে এক বার মাছের পিস গুলো উল্টে দিতে হবে।
    ১০ মিনিট পর নামিয়ে নিতে হবে কাতলা মাছের তেল ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

মন্তব্যগুলি

Similar Recipes