ক্ষীরের গজা(নkheerer goja recipe in Bengali)

Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর

#dsr
দশমী স্পেশাল রান্না

ক্ষীরের গজা(নkheerer goja recipe in Bengali)

#dsr
দশমী স্পেশাল রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
১০
  1. ৫০০ গ্রাম ময়দা
  2. ১ কাপ ঘি
  3. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  4. ৫০০ গ্রাম চিনি
  5. ৫টাছোটো এলাচ
  6. ২৫০গ্রামখোয়া ক্ষীর

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    ক্ষীর গ্রেট করে নিয়ে হালকা হাতে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তার পর অল্প অল্পঙ্করে ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। যেনো মুঠো করলে দলা পাকে অবার ভেঙে দিলে ঝুরও হয়ে যায়। এমন ভাবে মাখতে হবে।

  2. 2

    এর পর অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখা হবে। টাইট করে। ময়দা টা মাখা হলে বার বার একটার ওপর আরেকটা লেছি দিয়ে হাত দিয়ে পটল করে আবার সেটা আরেকটা ফুড করে করে দিতে হবে আমি ৪বার ফলদ করেছি। এভাবে মাখার পর চৌকো করে ময়দা টা আধ ঘণ্টা ঢেকে রাখতে হবে।

  3. 3

    কড়াই টে তেল দিতে হবে। তেল ঠান্ডা অবস্থাতেই এই ময়দা থেকে চৌকংকরে গজা কেটে তেলে ছেড়ে দিতে হবে। দুপিঠ একদম হালকা আঁচে লাল করে ভাজতে হবে। গ্যাস জোরে জুয়া যাবেনা। তাহলে গজা ভিতর থেকে কাঁচা থেকে যাবে।

  4. 4

    ৫০০ গ্রাম চিনি ও ৩ কাপ জল ফুটিয়ে ১ তারের রস তৈরি করতে হবে।

  5. 5

    গজা ভাজা হলে গরম অবস্থাতে ওই রসে দিতে হবে। ১৫-২০ মিনিট গজা গুলনরসে ডোবানো থাকবে। তার পর তুলে নিয়ে ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন ক্ষীরের গজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর
সুস্থ থাকুক সব মায়ের সন্তান
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes