কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ebook06
#week12

আলুর দম আমাদের সবারই খুব প্রিয় । একটু ভিন্ন স্বাদ এনে এই কাশ্মীরি আলুর দম বানিয়েছি যা লুচি, নান, রুমালী রুটি বা পরোটার সাথে দারুণ দারুন লাগবে খেতে।

কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)

#ebook06
#week12

আলুর দম আমাদের সবারই খুব প্রিয় । একটু ভিন্ন স্বাদ এনে এই কাশ্মীরি আলুর দম বানিয়েছি যা লুচি, নান, রুমালী রুটি বা পরোটার সাথে দারুণ দারুন লাগবে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 500 গ্রাম ছোট আলু
  2. 10-12 টিকাজু বাদাম
  3. 2টেবিল চামচ পোস্ত
  4. 1/2 চা চামচজিরে
  5. 3 টিএলাচ
  6. 5 টিলবঙ্গ
  7. 1 টিতেজপাতা
  8. 1 চা চামচজিরে গুঁড়ো
  9. 1.5টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  12. 1/2 কাপটক দই
  13. 2 টি মাঝারি টমেটো ছোট টুকরো করে কাটা
  14. 1টেবিল চামচ চিনি
  15. 1/2 চা চামচগরম মশলা
  16. 1টেবিল চামচ ঘি
  17. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পোস্ত ও কাজু বাদাম অল্প জলে 30 মিনিট ভিয়ে রেখে গ্রাইন্ডারে পেস্ট করে রাখুন।

  2. 2

    আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন। একটি পাত্রে হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো অল্প জলে গুলে রাখুন।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে জিরে, তেজপাতা, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে জলে গুলে রাখা মশলা দিয়ে দিন।

  4. 4

    টমেটো মিশিয়ে দিন। নাড়তে থাকুন। টমেটো নরম হলে টক দই ফেটিয়ে মিশিয়ে দিন। চিনি মেশান। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে কাজু ও পোস্ত র পেস্ট যোগ করুন। নুন মিশিয়ে দিয়ে কষাতে থাকুন।

  5. 5

    তেল ছেড়ে দিলে আলু মিশিয়ে দিন। অল্প জল দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করুন। গরম মশলা ও ঘী মিশিয়ে দিয়ে নামিয়ে নিন।

  6. 6

    লুচি, নান বা রুমালি রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes