লুচি আলুর দম (Luchi aloor dum recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

লুচি আলুর দম (Luchi aloor dum recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
১ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১চা চামচ ঘি
  3. ১ টা বড় আলু সেদ্ধ করে চার টুকরো
  4. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ১ চা চামচ ধনে বাটা
  8. ১ চা চামচ জিরে বাটা
  9. ১ চা চামচ টমেটো বাটা
  10. ১ চা চামচ গুঁড়ো গরম মশলা
  11. ১/২ চা চামচ গোটা জিরে
  12. স্বাদ মত নুন ও চিনি
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. পরিমাণ মতসর্ষের তেল, ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দাতে তেল নুন, ঘি মিশিয়ে ময়াম দিতে হবে ।

  2. 2

    এবার উষ্ণ জল দিয়ে ময়দা নরম করে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর ছোট ছোট লেচি কেটে লুচি বেলে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম হলে এপিট ওপিট (১০ সেকেন্ড) লুচি গুলো ভেজে নিতে হবে। তৈরী সাদা লুচি।

  4. 4

    এরপর আলুর টুকরো গুলো ভেজে তুলে নিতে হবে ।

  5. 5

    এবার কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আদা, ধনে, জিরে, টমেটো, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন ও হলুদ দিয়ে সব মশলা ভালোভাবে কষে নিতে হবে । তেল ছাড়লে ভাজা আলু গুলো দিয়ে আবার একটু কষিয়ে তাতে জল দিতে হবে।

  6. 6

    এবার ঝোল মাখমাখ হলে তাতে ঘি ও ধনে পাতা ছড়িয়ে গরম গরম লুচির সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes