কাশ্মীরি দম আলু (kashmiri dum aloo recipe in bengali)

Susmita Kesh
Susmita Kesh @susmita007

#GA4
#Week6
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি বেছে নিয়েছি দম আলু, বানিয়েছি কাশ্মীরি দম আলু

কাশ্মীরি দম আলু (kashmiri dum aloo recipe in bengali)

#GA4
#Week6
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি বেছে নিয়েছি দম আলু, বানিয়েছি কাশ্মীরি দম আলু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ১ কেজি আলু
  2. ২ টি বড় পেঁয়াজ
  3. ২ ইঞ্চি আদা
  4. ২ টি বড় টমেটো
  5. ৭-৮ টি কাঁচালঙ্কা
  6. ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  7. ১/৪ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  8. ১ টেবিল চামচ জিরা গুঁড়া
  9. স্বাদমতোনুন
  10. ১/২ টেবিল চামচ চিনি
  11. ১/৪ টেবিল চামচ গোটা জিরে
  12. ২ টেবিল চামচ চীনা বাদাম
  13. ২ টি তেজপাতা
  14. ২ টি ছোট এলাচ
  15. ২ টি লবঙ্গ
  16. ১/২ ইঞ্চি দারচিনি
  17. ১ টেবিল চামচ কসুরি মেথি
  18. ১ টেবিল চামচ ঘি
  19. পরিমাণমতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু দুভাগ করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে.এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে

  2. 2

    এরপর পেঁয়াজ, আদা, টমেটো ও কাঁচা লঙ্কা কুচি করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে.চীনাবাদাম ও মিক্সিতে পেস্ট করে নিতে হবে

  3. 3

    একটি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে.এরপর ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে

  4. 4

    এরপর কড়াইয়ের মধ্যে একে একে পেঁয়াজের পেস্ট ও চীনাবাদামের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে.এরপর ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও চিনি মিশিয়ে দিতে হবে এবং ভালো ভাবে নাড়াচারা করতে হবে.মশালা ভালোভাবে কষা হয়ে গেলে ওর সামান্য জল মিশিয়ে দিতে হবে

  5. 5

    এরপর ঐ মিশ্রণটির মধ্যে ভেজে রাখা সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং পরিমাণ মতন জল মিশিয়ে দিতে হবে.জল শুকনো হয়ে এলে উপর থেকে কসৌরী মেথি ও ঘি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপিটি.লুচি,পরোটা বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Kesh
Susmita Kesh @susmita007

Similar Recipes