মাখা সন্দেশ (Makha sandesh recipe in Bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#GB1
#Week1

এটা খুব ভালো একটা মিষ্টি। যা আমরা পুর হিসাবে ব্যবহার করতে পারি আবার শুধু ও খেতে পারি।সবাই অতি সহজেই বানাতে পারবে আবার খেয়েও খুশী হবে। খুব চট্পট্ বানিয়ে ফেলা যায়।যারা এখনও বানাও নি তারা বানিয়ে ফেলো।

মাখা সন্দেশ (Makha sandesh recipe in Bengali)

#GB1
#Week1

এটা খুব ভালো একটা মিষ্টি। যা আমরা পুর হিসাবে ব্যবহার করতে পারি আবার শুধু ও খেতে পারি।সবাই অতি সহজেই বানাতে পারবে আবার খেয়েও খুশী হবে। খুব চট্পট্ বানিয়ে ফেলা যায়।যারা এখনও বানাও নি তারা বানিয়ে ফেলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম দুধ
  2. ৪ চা চামচ চিনি
  3. ১টা লেবু
  4. ১/২ চা চামচএলাচ গুঁড়ো
  5. ১/২চা চামচবেকিং পাউডার
  6. ১/২চা চামচপেস্তাবাদাম কুচি
  7. ১ টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে দুধ গরম করে জ্বাল দিয়ে নিতে হবে তারপর লেবুর রস মিশিয়ে ছানা কাটতে হবে।

  2. 2

    ছাকনার সাহায্যে পুরো জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে অল্প জল দিয়ে চিনি দিয়ে অর্ধেকের বেশী ছানা দিয়ে ভালো করে মেশাতে হবে আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি গলে যায়।

  3. 3

    এবার বেকিং পাউডার দিয়ে বাদ বাকি ছানা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘি ও দিয়ে দিতে হবে। তাহলেই রেডি মাখা সন্দেশ। এবার পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

Similar Recipes