চটপটা ঘুগনি (Chatpata ghugni recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

চটপটা ঘুগনি (Chatpata ghugni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামগোটা মটর
  2. 2 টিআলু
  3. 2 টিপেঁয়াজ
  4. 1 টিটমেটো
  5. 2 চা চামচআদাবাটা
  6. 1 চা চামচরসুনবাটা
  7. 1 মুঠোকুঁচোনো নারকেল
  8. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. 4 টিকাঁচালঙ্কা
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচধনে গুঁড়ো
  13. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  14. 1 চা চামচচিনি
  15. 1 মুঠোধনেপাতা কুঁচি
  16. স্বাদমতোনুন
  17. 4টেবিল চামচসর্ষের তেল
  18. পরিমাণ মতভাজামশলা (শুকনোলঙ্কা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোটা ধনেজিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া)
  19. ১/২ চা চামচ +১ টা ফোঁড়নের জন্য :::: গোটাজিরে, তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গোটা মটর সারারাত ভিজিয়ে রেখে প্রেসার কুকারে নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভাজা মশলা তৈরি করে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে সঃতেল গরম করে নারকেল কুঁচি ভেজে তুলে নিয়েই ঐ তেলে গোটাজিরে, তেজপাতা ফোড়ন দিয়ে,,, পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে একটু সোনালী হলে আদা-রসুন-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে কষাতে হবে। চৌকো করে কাটা আলু দিয়ে দিতে হবে।

  3. 3

    ভাজতে ভাজতেই ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, টমেটো কুঁচি, নুন দিয়ে কষিয়ে নিতে হবে ।তেল ছেড়ে এলে সিদ্ধ মটর মেশাতে হবে। পরিমাণ মতো জল, কুঁচোনো নারকেল দিয়ে ঢেকে দিতে হবে ।

  4. 4

    আলু সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে চিনি, ভাজামশলা, ধনেপাতাকুঁচি মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  5. 5

    তারপর গরম গরম সার্ভ করতে হবে। উপরে শসা-পেঁয়াজ কুঁচি, তেঁতুলের চাটনি, ভাজামশলা, ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

মন্তব্যগুলি (6)

Similar Recipes