কিমা ঘুগনি (keema ghugni recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

কিমা ঘুগনি (keema ghugni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪-৫জন
  1. ২০০গ্রামচিকেন কিমা
  2. ১ টি মাঝারি পেঁয়াজ
  3. ৮-৯ কোয়ারসুন
  4. ১/২ইঞ্চিআদা
  5. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১.৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচধনে গুঁড়ো
  8. ১চা চামচজিরে গুঁড়ো
  9. ১/২চা চামচ গরম মসলা
  10. ২টোশুকনো লঙ্কা
  11. ১চিমটিজিরে
  12. ৩টিতেজপাতা
  13. ১/২ চা চামচগোটা গরম মসলা
  14. ৪টেবিল চামচসর্ষের তেল
  15. ২০০গ্রামমটর
  16. ১চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    মটর গুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখে সেগুলো সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেষ্ট করে নিতে হবে। চিকেন কিমা ভালো করে ধুয়ে তাতে দেড় চামচ ওই পেষ্ট দিতে হবে।এরপর এতে ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো,১/২চাচামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিমা টা ৩০ মিনিট ম্যারিনেট করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বাকি পেষ্ট ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে।তারপর ম্যারিনেট করা কিমা দিয়ে কষাতে হবে।

  3. 3

    ভালো করে কষা হলে সেদ্ধ করা মটর দিয়ে আরো কষতে হবে।এতে ১চাচামচ নুন দিয়ে ১০মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।তারপর এতে চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি কিমা ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

মন্তব্যগুলি

Similar Recipes