মাখা সন্দেশ (Makha Sandesh recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#GB1
মাখা সন্দেশ খুব জনপ্রিয় একটি মিষ্টান্ন। পূজোর ভোগে বিভিন্ন মন্দিরে ডালায় নিবেদন করা হয়। তবে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে খুব কম সময়ে এই পদটি তৈরী করা যায়।

মাখা সন্দেশ (Makha Sandesh recipe in bengali)

#GB1
মাখা সন্দেশ খুব জনপ্রিয় একটি মিষ্টান্ন। পূজোর ভোগে বিভিন্ন মন্দিরে ডালায় নিবেদন করা হয়। তবে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে খুব কম সময়ে এই পদটি তৈরী করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
৩০ মিনিট
  1. ১.৫ কাপ ছানা
  2. ১ /২ কাপ চিনি
  3. ১ /২ চা চামচ এলাচ গুঁড়ো
  4. ১ চা চামচ কাজু কুচি
  5. ১ চা চামচ কিসমিস কুচি
  6. ১ চা চামচ কাঠবাদাম কুচি
  7. ১ /২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৪ জন
  1. 1

    প্রথমে ছানাকে ভালো করে হাত দিয়ে চটকে নরম করে মেখে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে জল ও চিনি দিয়ে ফোটাতে হবে ।

  3. 3

    চিনি গলে গেলে তাতে এলাচ গুঁড়ো দিয়ে তারপর মেখে রাখা ছানা দিয়ে দেব ।

  4. 4

    ছানা ও চিনির রস খুব ভালো ভাবে মিশে গেলেই নামিয়ে নেব ।

  5. 5

    পাত্রে ঘি মাখিয়ে তাতে ঐ মাখা ছানা সাজিয়ে ওপর থেকে কাজু কিসমিস ও কাঠবাদাম সহযোগে ভোগ নিবেদন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes