ক্ষীরের পুর ভরা হাঁস দুধপুলি(kheerer pur bhara has doodh puli recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#Pps
#পিঠেপুলি উৎসব
মকর সংক্রান্তি উপলক্ষে আমি এই পিঠে টা বানিয়েছি।

ক্ষীরের পুর ভরা হাঁস দুধপুলি(kheerer pur bhara has doodh puli recipe in Bengali)

#Pps
#পিঠেপুলি উৎসব
মকর সংক্রান্তি উপলক্ষে আমি এই পিঠে টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে1ঘন্টা
4জনের জন্য
  1. 2 কাপচালের গুঁড়ো
  2. স্বাদ মত লবণ
  3. 1 চা চামচঘি
  4. 2 লিটারঘন দুধ
  5. স্বাদ মত নলেন গুড়
  6. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  7. 2 টোছোট এলাচ
  8. 1টেবিল চামচ চালের গুঁড়ো
  9. 2টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে1ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে এক লিটার দুধ জ্বাল দিতে বসিয়ে দিয়েছি।তার পর দুধটা ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে এলে ওর মধ্যে গুঁড়ো দুধ ও এক টেবিল চামচ চালের গুঁড়া আর দুই টেবিল চামচ চিনি দিয়ে অনবরত নেড়ে নেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিয়েছি।

  2. 2

    এদিকে একটা কড়াইয়ে দের কাপ মতো জল দিয়ে তার মধ্যে এক চা চামচ ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে জল টা ফুটতে দিয়েছি।

  3. 3

    তার পর ওর মধ্যে চালের গুঁড়ো টা ঢেকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দুই মিনিট পর গ্যাস বন্ধ করে ঐ অবস্থায় রেখে দিয়েছি পাঁচ মিনিট।তার পর হালকা গরম থাকা অবস্থায় আটা টা খুব ভালো করে মেখে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি।

  4. 4

    এদিকে আরো এক লিটার দুধে দুটো ছোট এলাচ দিয়ে জ্বাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে গ্যাস বন্ধ করে ওর মধ্যে নলেন গুড় ও এক চুটকি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাস জ্বালিয়ে দুধ টা ফুটিয়ে ঘন করে নিয়েছি।নুন টা দিয়েছি মিষ্টি টা ব্যালেন্স করার জন্য।

  5. 5

    মেখে রাখা ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল বাটির মতো করে তৈরি করে তার মধ্যে ক্ষীরের পুর টা ভরে হাতের সাহায্য হাঁসের সেপে তৈরি করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে সেদ্দ করে নিয়েছি। পিঠে গুলো সেদ্দ হয়ে গেলে ওপরে ভেসে উঠবে।ব্যাস এবার ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes