তিলের পুর ভরা ভাপা পিঠে (teeler pur bhora bhapa pithe recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#সংক্রান্তির রেসিপি
সংক্রান্তি উপলক্ষে পিঠে তো বানাতেই হয় । আর সংক্রান্তি তে তিলের পিঠে আমাদের বাড়িতে হবেই । এটাই নিয়ম।

তিলের পুর ভরা ভাপা পিঠে (teeler pur bhora bhapa pithe recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
সংক্রান্তি উপলক্ষে পিঠে তো বানাতেই হয় । আর সংক্রান্তি তে তিলের পিঠে আমাদের বাড়িতে হবেই । এটাই নিয়ম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপআতপ চালের গুঁড়ো
  2. 2 কাপ উষ্ণ চালের গুঁড়ো
  3. স্বাদ মত লবণ
  4. 1 কাপআখের গুড়
  5. 1/3 কাপরোস্টেড সাদা তিল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিতে হবে ।জল ফুটে উঠলে তার মধ্যে চালের গুঁড়ো টা অল্প অল্প করে দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো ।

  2. 2

    তিল টা একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে,নিয়ে দুই টেবিল চামচ তিল গোটা তুলে রেখে বাকি তিল গুলো একটু গুঁড়ো করে নিতে হবে । গুঁড়ো টা খুব মিহি নয় আধভাঙা মতো হবে । এদিকে একটা প্যানে গুড় টা দিয়ে একটু পাক করে নিয়ে তার মধ্যে আগে গুঁড়ো তিল ও গোটা তিল দিয়ে পাক দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে ।

  3. 3

    তার পর চালের আটা টা একটু গরম থাকা অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে ।একদম মসৃণ হবে ।তার পর মাখা ডো টা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।

  4. 4

    তার পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে পিঠে গুলো গড়ে নিতে হবে ।

  5. 5

    তার পর গ্যাসে একটা বর পাত্রে জল ফুটতে দিতে হবে । তার ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে তাতে একটা কাপড় দিয়ে তার মধ্যে পিঠে গুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।ভাপে 10 মিনিট মতো হবে ।

  6. 6

    তার পর তুলে নিতে হবে ।ব্যাস রেডি তিলের ভাপা পিঠে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Top Search in

Similar Recipes