প্যানকেক (pancake recipe in bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#Wd2
#week2

প্যানকেক সকালে বা সন্ধ্যাবেলা টিফিনের জন্য উপযুক্ত খাবার। বাচ্চা বড়ো সকলের পছন্দ।

প্যানকেক (pancake recipe in bengali)

#Wd2
#week2

প্যানকেক সকালে বা সন্ধ্যাবেলা টিফিনের জন্য উপযুক্ত খাবার। বাচ্চা বড়ো সকলের পছন্দ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ ময়দা
  2. ১/২ চা চামচ লবণ
  3. ১টা ডিম
  4. ১/৪ কাপসুজি
  5. ২টাকাঁচালঙ্কা কুচি
  6. পরিমাণ মত ধনেপাতা কুচি
  7. পরিমাণ মতসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি বাটিতে ময়দা, সুজি,লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ডিম ফেটিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ১৫মিনিট রাখতে হবে।

  2. 2

    ১৫ মিনিট বাদে মিশ্রন টা ঘন হলে জল মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো। তারপর ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। তাহলে ব্যাটার রেডি।

  3. 3

    এবার প্যানে তেল গরম করে ব্যাটার দিতে হবে গোলাকার ভাবে।একপিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজতে হবে। তারপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

মন্তব্যগুলি

Similar Recipes