রুই মাছের টক ঝোল (rui macher tok jhol recipe in Bengali)

Rumpa Pattanayak
Rumpa Pattanayak @Rumpariki

এই রেসিপি টা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি ।আমরা বাজার থেকে অনেক সময় অনেক টা মাছ নিয়ে আসি কিন্তু কখনো কখনো সেটা এক দু দিনে খেয়ে শেষ করতে পারি না আবার ফ্রিজে বেশি দিন মাছ থাকলে সেটা খেতে ও ভালো লাগে না তখন এই রেসিপি টা বানাতে পারেন ।আমার বাড়িতে এই রেসিপি টা অনেক বার বানানো হয়েছে ।

রুই মাছের টক ঝোল (rui macher tok jhol recipe in Bengali)

এই রেসিপি টা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি ।আমরা বাজার থেকে অনেক সময় অনেক টা মাছ নিয়ে আসি কিন্তু কখনো কখনো সেটা এক দু দিনে খেয়ে শেষ করতে পারি না আবার ফ্রিজে বেশি দিন মাছ থাকলে সেটা খেতে ও ভালো লাগে না তখন এই রেসিপি টা বানাতে পারেন ।আমার বাড়িতে এই রেসিপি টা অনেক বার বানানো হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
চার জনের
  1. 250 গ্রামরুই মাছ মাঝারি সাইজের পিস করে কাটা
  2. 1টাআলু লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
  3. 2 টেবিল চামচকাঁচা পাকা টমেটো কুচি করা
  4. 1 টেবিল চামচ সর্ষে বাটা
  5. 4 টেবিল চামচসরিষার তেল
  6. স্বাদ মতনুন
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচ পাঁচ ফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    কড়াই তে তেল গরম করে মাছ গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে তার পর সেই কড়াই তে পাঁচ ফোড়ন দিয়ে ভেজে আলু দিয়ে হালকা লাল করে ভেজে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে সরিষা বাটা, নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে মশালা টা ভালো করে কষিয়ে নিতে হবে।

  2. 2

    মশালা থেকে তেল ছাড়া ছাড়া হলে পরিমান মত জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে ঢেকে হালকা আঁচে বানাতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু ভালো ভাবে সেদধ হয়।হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।#মাছ
    #The Kitchen Partners

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Pattanayak
Rumpa Pattanayak @Rumpariki

মন্তব্যগুলি

Similar Recipes