রুই মাছের ঝোল (rui maacher jhol recipe in Bengali)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#ebook2
#নববর্ষ
নববর্ষে র মেনুতে মাছ না হলে চলে না।দুপুরের খাবার পাতে রুইমাছের ঝোল মাছপ্রমী বাঙালির খুব পছন্দের।

রুই মাছের ঝোল (rui maacher jhol recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
নববর্ষে র মেনুতে মাছ না হলে চলে না।দুপুরের খাবার পাতে রুইমাছের ঝোল মাছপ্রমী বাঙালির খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ২ টুকরো রুই মাছ
  2. ১/২চা চামচআদা বাটা
  3. ১/২চা চামচজিরে গুঁড়ো
  4. ২টোলাল কাঁচা লঙ্কা বাটা
  5. স্বাদ মতোনুন,চিনি
  6. ৫ টেবিল চামচতেল
  7. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  8. ২টোএলাচ দু
  9. ১টাআলু মাঝারি সাইজের এক
  10. ১/৪চা চামচজিরে
  11. ১টাতেজপাতা
  12. ১/২ ছোট টমেটো কুচি
  13. 1 কাপগরম জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    নুন, হলুদ মেখে মাছ আর আলু ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    হলুদ,জিরে গুঁড়ো তিন চামচ জলে গুলে রাখতে হবে।

  3. 3

    তেলে এলাচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে জিরে,তেজপাতা দিতে হবে।

  4. 4

    এবার কুচনো টোমাটো দিয়ে একটু পরে আদা,জলে গুলে রাখা জিরে- হলুদ,নুন,চিনি, লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে।

  5. 5

    কষান হলে মাছ,আলু দিয়ে হালকা হাতে মিশিয়ে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে।

  6. 6

    ফুটে উঠলে আঁচ কমিয়ে দিতে হবে।

  7. 7

    আলু সেদ্ধ হলে ঝোল একটু টেনে আসলে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes