এগলেস কেক (eggless cake recipe in bengali)                                       

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

এগলেস কেক (eggless cake recipe in bengali)                                       

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জনের জন্য
  1. ৩প্যাকেট ওরিও বিস্কুট
  2. ৩-৪ চা চামচ চিনির গুঁড়ো
  3. ১চা চামচ ভ্যানিলা এসেন্স
  4. পরিমাণ মতগরুর দুধ
  5. ২ চা চামচ রিফাইন্ড তেল
  6. ১/২ চা চামচ বেকিং পাউডার
  7. ২ চিমটি বেকিং সোডা
  8. ১ চা চামচ ময়দা
  9. ২ কাপ হুইপড ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে অরিও বিস্কুট গুলো কে টুকরো করে নিয়ে মিক্সর গ্রাইনডরে গুরো করে নেবো।

  2. 2

    ওই গুরো করা বিস্কুট টি তে অল্প অল্প দুদ মিলিয়ে একটি বেটার তৌরি করে নেবো। এতে এসেন্স,চিনি ও রিফাইন তেল মিলিয়ে নেবো।বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেবো।

  3. 3

    বেটর টা খুব বেশি পাতলা বা খুব বেশি গারো হবে না।

  4. 4

    এক টি কেক বানাবার পাএতে রিফাইন তেল লাগিয়ে নেবো, তার পর ময়দা গুরো ছিটিয়ে দেবো।তৌরি করে রাখা বেটার টা কেক পাএতে ঢেলে দেবো।

  5. 5

    গেসে একটি করাই বসিয়ে তাতে একটি
    সটনড দিয়ে গরম করে নেবো।

  6. 6

    তার পর ওই বেটার এর বাটি টা করাইতে দিয়ে ঢেকে দেবো। গেসে সিমে রাখবো।

  7. 7

    ৪৫মিনিট পর কেকের ভেতর চামচ দিয়ে দেখে নেবো যে কেক টা তৌরি ড়য়েছে কি না।

  8. 8

    চামচ পরিস্কার বার হয়ে আসলে, বুঝতে পারেন যে কেক তৈরি হয়েছে।

  9. 9

    আমি কেক টাকে গিটারের সেপ দিয়েছি। তার পর কিরিম দিয়ে আইসিগ করেছি।

  10. 10

    আমার কেক রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

মন্তব্যগুলি

Similar Recipes