মটর মেথি মালাই (matar methi malai recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

মটর মেথি মালাই (matar methi malai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০m
৪জন
  1. ২৫০ গ্রামখোসা ছাড়ানো মটর
  2. ৪ টেবিল চামচকাসুরি মেথি
  3. ১০০ গ্রামবাড়িতে দুধের থেকে তোলা সর বা কেনা ক্রিম
  4. ২ টো বড়পেঁয়াজ
  5. ২চা চামচ আদা বাটা
  6. ৩ চা চামচ রসুন বাটা
  7. ৩ টে বড় টমেটো বাটা
  8. প্রয়োজন অনুযায়ীহলুদ, লঙ্কা গুঁড়ো
  9. ২ টেবিল চামচ সব্জী মশলা বা পাঞ্জাবি গরম মশলা
  10. ২ টেবিল চামচ সাদা তেল বেশি দেওয়া যায়
  11. ১চা চামচ গোটা জিরা
  12. স্বাদ মত নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০m
  1. 1

    মটর গুলো কুকারে সেদ্ধ করে নিতে হবে। কাসুরী মেথি ১০-১৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    করাই তে তেল দিয়ে জিরা ফরণ দিতে হবে।

  3. 3

    এরপর পেঁয়াজ কুচি গোলাপী করে ভেজে নিতে হবে। এবার একে একে আদা রসুন টমেটো বাটা দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।

  4. 4

    এবার শুকনো মশলা গুলো দিয়ে ভাজতে হবে ।

  5. 5

    এবার সেদ্ধ মটর ভেজানো কসুরি মেথি দিয়ে কিছুক্ষন রান্না করার পর ক্রিম টা দিতে হবে।

  6. 6

    আঁচ কমিয়ে কিছুক্ষন রান্না করে নিলেই হয়ে গেলো ।

  7. 7

    ওপর থেকে অল্প ক্রিম ছড়িয়ে পরিেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes