মালাই মেথি মটর(malai methi mator recipe in Bengali)

Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

মালাই মেথি মটর(malai methi mator recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম মেথি পাতা
  2. ১/২ কাপ মটর শুঁটি
  3. ৩/৪ কাপ দই
  4. ১ চা চামচকসুর মেথি
  5. ১ চা চামচরসুন কুচি
  6. ১ কাপপেঁয়াজ কুচি
  7. ১টিবড় এলাচ
  8. ৩ টেবিল চামচ ধনে পাতা কুচি
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১ চা চামচ নুন
  11. ১ চা চামচ হলুদ
  12. ১ চা চামচ জিরা
  13. ১ চা চামচধনে গুঁড়া
  14. ২ চা চামচ লঙ্কা কুচি
  15. ১/৪ কাপ কাজু বাদাম বাটা
  16. ১/৪ কাপক্রিম
  17. ১/৪ কাপ তেল
  18. ১/৪ কাপ মাখন
  19. ১ ইঞ্চি দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আগে পাতা গুলো ছাড়িয়ে নিতে হবে ।
    এবার কডাই তে জল গরম করতে দিয়ে তাতে পেঁয়াজ,কাজু,আদা,লঙকা ও বড় এলাচ ফোটাতে দিতে হবে । পেঁয়াজ কাঁচের মতো হয়ে গেলে ওসব নরম হলে জল ছেঁকে দই ফেটিয়ে মিকসারে পেসট করতে হবে ।

  2. 2

    এবার কডাই তে তেল ও মাখন দিয়ে তাতে মেথি শাক ও মটরশুটি দিয়ে ভাজতে হবে ।
    অন্য পাত্রে মাখন ও তেল দিয়ে ও গোটা মশলা দিয়ে ভাজতে দিতে হবে ।

  3. 3

    তাতে পেসট করে রাখা ব্যাটার দিয়ে লো ফেলমে নারতে হবে,সব মশলা দিয়ে নারতে হবে তাতে কড়াই এ মিশ্র ন টা ।একটু জল দিয়ে নারতে হবে ও নুন মিশিয়ে দিতে হবে ।

  4. 4

    মিশ্রন যত ফাটবে তত গাঢ় হবে ।
    এবার কডাই তে ভাজা মেথি শাক ও মটর শুঁটি দিয়ে নারতে হবে ও ক্রিম দিয়ে নারতে শুরু করতে হবে ।

  5. 5

    মিশ্র ন কড়াই ছাড়িয়ে আসছে দেখে গ্যাস অফ করে দিতে হবে ।কসুরী মেথি ছড়িয়ে পরিবেশ ন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

মন্তব্যগুলি

Similar Recipes