কাঁচা আমের পাল্প দিয়ে রুই মাছ (kanca aamer pulp diye rui mach recipe in Bengali)

বর্ষা নাগ
বর্ষা নাগ @cook_123456678

#mm

কাঁচা আমের পাল্প দিয়ে রুই মাছ (kanca aamer pulp diye rui mach recipe in Bengali)

#mm

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২টো মাঝারি আম
  2. ৫০০ গ্রাম রুই মাছ
  3. ৩-৪ টে শুকনো লঙ্কা
  4. ১/২ চা চামচপাঁচফোড়ন
  5. স্বাদ মতনুন
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ চিনি
  8. পরিমাণ মতসরিষার তেল
  9. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  2. 2

    অন্যদিকে একটা পাত্রে আম গুলো পরিষ্কার করে কেটে নিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমের পার্ল বের করে নিতে হবে।

  3. 3

    এবার গ্যাস অন করে কড়াই মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ণ দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে আমের পার্লটা দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিন। জল ফুটে উঠলে পরিমাণ মত লবণ হলুদ চিনি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করুন। তারপর ভাজা মাছ গুলো দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটতে দিন মাঝে একবার মাছগুলোকে পাল্টে দেবেন। এরপর মাছগুলো মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিন।

  4. 4

    এবার একটা পাত্রে ঢেলে দিন,এবং পরিবেশন করুন কাঁচা আমের পার্ল দিয়ে রুই মাছ। ধন্যবাদ ❤️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
বর্ষা নাগ
রান্না করতে আমি ভালোবাসি ❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes