আমের মালপোয়া (Mango malpua recipe in bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

#mm

Aamer malpoa

আমের মালপোয়া (Mango malpua recipe in bengali)

#mm

Aamer malpoa

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫ জন
  1. ১.৫ কাপ ময়দা
  2. ২ টেবিল চামচ সুজি
  3. ১/২ কাপ পাকা আমের পাল্প
  4. প্রয়োজন অনুযায়ী দুধ
  5. ২ কাপ চিনি
  6. ১ কাপ জল
  7. ১/২ টেবিল চামচ মৌরি
  8. ৪ টেবিল চামচ নারকেল কোরা (অপশনাল)
  9. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ১ + ১/২ কাপ চিনি ও ১ কাপ জল ফুটিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তৈরি হয়ে গেল চিনির রস।

  2. 2

    এবার একটি পাত্রে ময়দা ও আমের পাল্প ভালো করে মিশিয়ে অল্প করে দুধ দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার ওই মিশ্রণের মধ্যে সুজি, ১/২ কাপ চিনি, নারকেল কোরা ও মৌরি মিশিয়ে দিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে একটি গোল বড় চামচের মাধ্যমে মিশ্রণ টি অল্প করে নিয়ে মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজার পরে মালপোয়া গুলোতে একটা সুন্দর সোনালী রং আসবে তখন ভালো করে তেল ঝরিয়ে চিনির রসে দিয়ে ২-৩ মিনিট রেখে তুলে নিলেই তৈরি হয়ে গেল আমের মালপোয়া।

  5. 5

    আমের পাল্প মিশ্রিত থাকার কারণে এই মালপোয়া খুব নরম এবং সুস্বাদু হয়।
    এই মালপোয়া গরম অথবা ঠান্ডা পছন্দ মতো পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

Similar Recipes