মুরগির লাল ঝোল (Murgir lal jhol recipe in bengali)

Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

#LS

মুরগির লাল ঝোল (Murgir lal jhol recipe in bengali)

#LS

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৭ জন
  1. ১ কে জি চিকেন
  2. ৭৫ গ্রাম সর্ষের তেল
  3. স্বাদ মতনুন
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ৪-৫ টা কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  6. ৩-৪ টা শুকনো লঙ্কা
  7. ২৫ গ্রাম টক দই
  8. ৮-১০ কোয়া রসুন
  9. ১০ গ্রাম আদা
  10. ২ টো তেজপাতা
  11. ২০০ গ্রাম পেঁয়াজ পাতলা লম্বা করে কাটা
  12. ২০০ গ্রাম আলু (ছোট হলে দু টুকরো, বড়ো হলে ৪ টুকরো করে কাটা)
  13. ১ চা চামচ চিনি
  14. ২ টো এলাচ
  15. ১ টুকরো দারুচিনি
  16. ৩-৪ টে লবঙ্গ
  17. ১/৪ চা চামচ গরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমত কাশ্মীরি লঙ্কা ও শুকনো লঙ্কা গরম জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার চিকেন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    ১৫ মিনিট ভেজানোর পর লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিতে হবে।

  3. 3

    এবার তেল গরম করার পর এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ স্লাইস দিয়ে লাল লাল করে ভেজে নিলাম।

  4. 4

    পেয়াজ ভাজা হতেই লঙ্কা, আদা, রসুন বাটা যোগ করে ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর ফেটিয়ে নেওয়া টক দই দিতে হবে। আঁচ কম করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।

  5. 5

    এরপর ম্যারিনেট করা চিকেন, ভাজা আলু দিয়ে ভাল করে ১৫-২০ মিনিট কষাতে হবে। ১.৫ কাপ গরম জল দিয়ে মাংস ও আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

  6. 6

    শেষের দিকে গরম মশলার গুঁরো, চিনি মিক্স করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

Similar Recipes