মিক্সড ফ্রাইড রাইস (mixed fried rice recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#LS
আজকের রেসিপি লাঞ্চ স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস এবং সেটিতে আমি কি কি উপকরণ দিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো, আশা রাখবো আপনাদের ভালো লাগবে।

মিক্সড ফ্রাইড রাইস (mixed fried rice recipe in Bengali)

#LS
আজকের রেসিপি লাঞ্চ স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস এবং সেটিতে আমি কি কি উপকরণ দিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো, আশা রাখবো আপনাদের ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
4 জন
  1. 700 গ্রামবাসমতী চাল
  2. পরিমাণ মত রিফাইন তেল
  3. 4 টি + পরিমাণ মততেজপাতা, গোটা গরম মশলা
  4. 50 +50গ্রামকাজু, কিসমিস
  5. 250 +100গ্রাম+ 2 টি মাঝারি গাজর,গ্রাম বিন্স এবং ক্যাপ্সিকাম
  6. 100 গ্রামপনির
  7. 200 গ্রামচিংড়ি
  8. পরিমাণ মত বোনলেস চিকেন
  9. 2 টিডিম(তেলের মধ্যে দিয়ে কুচি কুচি করতে হবে)
  10. স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
  11. 2টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    সর্বপ্রথম চাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে(লবণ এবং সামান্য রিফাইন অয়েল দিয়ে, তার ফলে চাল ঝরঝরে থাকবে) এবং খেয়াল রাখতে হবে যাতে একদম না গলে যায়।

  2. 2

    সমস্ত সবজি লম্বা-সরু করে কেটে ভালোভাবে পরিমাণমতো রিফাইন অয়েল দিয়ে ভেজে নিতে হবে। বোনলেস্ চিকেন ভালোভাবে 10 মিনিটের জন্য সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে হবে ।এরপরে যথাক্রমে চিংড়ি, ডিম, পনীর, চিকেন ভালোভাবে তেলের সাহায্যে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে।

  3. 3

    কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি এবং আগে থেকে ভেজে রাখা পনির- চিকেন- ডিম- চিংড়ি সহ সমস্ত উপকরণ তেলের মধ্যে দিতে হবে এবং আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চাল ধীরে ধীরে করাইয়ের মধ্যে দিতে হবে।

  4. 4

    এরপরে মাঝারি আঁচে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে 2 টেবিল চামচ ঘি এবং ভালোভাবে মিশিয়ে ওভেন বন্ধ করে দিতে হবে।

  5. 5

    এভাবেই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes