মুরগির লাল ঝোল(Murgir lal jhol recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ebook06
#week3
এই সপ্তাহ থেকে আমি চিকেনের ঝোল বেছে নিয়ে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে মুরগির লাল ঝোল বানিয়েছি.

মুরগির লাল ঝোল(Murgir lal jhol recipe in Bengali)

#ebook06
#week3
এই সপ্তাহ থেকে আমি চিকেনের ঝোল বেছে নিয়ে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে মুরগির লাল ঝোল বানিয়েছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 জন
  1. 400 গ্রামমাংস
  2. 1 টেবিল চামচ আদা রসুন বাটা
  3. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  4. 2টেবিল চামচ কাশ্মীরী শুকনো লঙ্কাগুঁড়ো
  5. 2 টিস্লাইস করা পেঁয়াজ
  6. 2টেবিল চামচ টক দই
  7. স্বাদ মতলবণ
  8. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1/2 টেবিল চামচ চিনি
  10. 3 টি ছোট আলু মাঝখান থেকে টুকরো করা
  11. 1/2টেবিল চামচ গোটা জিরা
  12. 1 টিতেজপাতা
  13. 1 চা চামচগোটা গরম মশলা বাটা
  14. 4টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে হলুদ লবণ আর এক টেবিল চামচ তেল মাখিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য. একটি বাড়িতে আদা -রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কাগুঁড়ো অার সামান্য জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে রাখতে হবে.কড়াইতে তেল গরম করে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে লঙ্কার পেস্টগুলো দিয়ে দিতে হবে.

  2. 2

    2 মিনিটের মত ভেজে নিয়ে এরমধ্যে পেঁয়াজ দিয়ে আরো দুই মিনিটের মত ভেজে নিয়ে আলু দিয়ে লবণ হলুদ দিতে হবে. 2 মিনিটের মত ভেজে টক দই দিয়ে আরো 7-8 মিনিটের মত ঢাকা দিয়ে ভাজতে হবে. এবার মাংসগুলো দিয়ে 15 মিনিটের মত ভেজে নিয়ে 1 গ্লাসের মত গরম জল দিতে হবে. চিনি দিতে হবে. ঢাকা দিতে হবে.

  3. 3

    এবার মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে. যখন মাংস আর আলু সেদ্ধ হয়ে যাবে তখন বাটা গরম মসলা দিয়ে এক মিনিটের মত জাল দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে. আরো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে ভাত, রুটি,পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Top Search in

Similar Recipes