চকলেট কেক (chocolate cake recipe in bengal)

Ruby Bose
Ruby Bose @rubyz2

#World chocolate day

চকলেট কেক (chocolate cake recipe in bengal)

#World chocolate day

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ১/৩ কাপ দই
  2. ১/৩ কাপ সাদা তেল
  3. ১ কাপ ময়দা
  4. ৩/৪ কাপ গুঁড়ো চিনি
  5. ১ চিমটি নুন
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ১ চা চামচ বেকিং পাউডার
  8. ১/৪ কাপ কোকো পাউডার
  9. ১/২ কাপ দুধ
  10. ১০ টি চেরি
  11. ১/৪ কাপ ট্টুটি ফ্রুটি
  12. প্রয়োজন মতগোল্ডেন বলস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ১/২ চামচ ময়দা চেরি ও ট্রুটি ফ্রুটি কোট করে রাখুন।

  2. 2

    ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা সব একসাথে করে চেলে রাখুন।

  3. 3

    একটি বোলে সাদা তেল, গুঁড়ো চিনি, দই মিশিয়ে ফেটিয়ে নিন। এরপর ময়দার সাথে মেশানো উপকরণ গুলো ফেটানো দই সাথে মিশিয়ে দিন। এরপর দুধ মিশিয়ে দিন। কিছু ট্টুটি ফ্রুটি ও চেরি মিশিয়ে দিন।

  4. 4

    কেক মোল্ডে বাটার পেপার লাগিয়ে কেকের ব্যাটার ঢেলে ট্যাপ করে নিন।

  5. 5

    ও টি জি প্রী হিট করে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪৫ মিনিট বেক করে বের করে নিন।

  6. 6

    ঠান্ডা করে ডি মোল্ড করে উপরে চেরি, ট্রুটি ফ্রুটি ও গোল্ডেন বলস্ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes