রাঙা আলুর পান্তুয়া (raanga aloor pantua recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ATW2
#TheChefStory
আজ আমি সুইট রেসিপি তে তুলতুলে রাঙা আলুর পান্তুয়া তৈরি করেছি দেখতে যেমন খেতে ও ততটাই টেস্ট।

রাঙা আলুর পান্তুয়া (raanga aloor pantua recipe in Bengali)

#ATW2
#TheChefStory
আজ আমি সুইট রেসিপি তে তুলতুলে রাঙা আলুর পান্তুয়া তৈরি করেছি দেখতে যেমন খেতে ও ততটাই টেস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টি বড় মিষ্টি আলু
  2. ১ কাপ গুঁড়ো দুধ
  3. ১ কাপ চিনি
  4. ১ চিমটি বেকিং পাউডার
  5. ২ টি এলাচ
  6. পরিমাণ মতসাদা তেল
  7. ৩ টেবিল চামচ ঘি
  8. ২ টেবিল চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মিষ্টি আলু সেদ্ধ করে নিতে হবে। তারপর আলু ভালোভাবে মেখে গুঁড়ো দুধ, বেকিং পাউডার ও ময়দা মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    তারপর ঘি দিয়ে ভালো করে মথে নিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ।

  3. 3

    তারপর দু হাতের তালুতে ঘি মেখে ছোট ছোট বলের আকারে তৈরী করে নিতে হবে।কড়াইতে তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    তারপর গ্যাসের আরেক পাশে ১কাপ জল, চিনি ও এলাচ ফাটিয়ে দিয়ে ফুটিয়ে সিরা তৈরী করে নিতে হবে। সিরার মধ্যে ভেজে রাখা বল গুলি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes

More Recipes