রাঙ্গা আলুর পান্তুয়া(ranga aloo r pantua recipe in Bengali)

Anindita Mondal
Anindita Mondal @cook_26502605

#khong
মিষ্টি আলু তো আমরা তরকারীতে খেয়ে থাকি, আজ আমি মিষ্টি আলুর পান্তুয়া এই রেসিপিটি সবার সাথে শেয়ার করতে চাই।

রাঙ্গা আলুর পান্তুয়া(ranga aloo r pantua recipe in Bengali)

#khong
মিষ্টি আলু তো আমরা তরকারীতে খেয়ে থাকি, আজ আমি মিষ্টি আলুর পান্তুয়া এই রেসিপিটি সবার সাথে শেয়ার করতে চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘন্টা
১০
  1. ৫ -৬টা বড়রাঙ্গা আলু
  2. ৩টেবিল চামচ ময়দা
  3. ২কাপ (চা এর কাপ)গুঁড়ো দুধ
  4. ১০০গ্রাম কিসমিস
  5. ৪-৫ টেবিল চামচ ঘি
  6. ১/২চা চামচ নুন
  7. পরিমান মতোখাওয়ার সোডা
  8. ১চা চামচ এলাচ গুঁড়ো
  9. পরিমাণ মতো সাদা তেল
  10. পরিমাণ মতো চিনি
  11. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

২ঘন্টা
  1. 1

    আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু গুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন একদম গোলে না যায়।

  2. 2

    ৭০%-৮০% মতো সেদ্ধ করে নিয়ে আলু গুলো ঠান্ডা হলে ভালো করে মেখে নিতে হবে, আলুর মধ্যে কোনো শক্ত যেন না থাকে, এর মধ্যে ৩টেবিল চামচ ময়দা, 2কাপ গুঁড়ো দুধ,১/২ চা চামচ নুন, একদম অল্প খাওয়ার সোডা(১/৪চা চামচ এর ও কম), ২টেবিল চামচ ঘি আর এলাচ এর গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হবে।

  3. 3

    এরপর হাতে অল্প ঘি মাখিয়ে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল বলের মতো করতে হবে। এর মধ্যে একটা একটা করে কিসমিস মাঝখানে দিয়ে দিতে হবে। এইভাবে সব গুলো বল গরে নিতে হবে।

  4. 4

    এরপর গ্যাস এর ফ্ল্যাম মিডিয়াম এ রেখে একটা করাই গরম করে বেশ কিছুটা সাদা তেল ও ২ ৩ টেবিল চামচ ঘি দিয়ে গরম হলে আলুর বল গুলো দিয়ে আস্তে আস্তে লালচে করে ভেজে নিতে হবে।

  5. 5

    অন্য দিকে একটি পাত্রে চিনি ও জল একসাথে দিয়ে গ্যাস এ গরম করতে দিতে হবে। গ্যাস কমিয়ে গরম করতে হবে চিনির রস। এই চিনির রস এ কোনো তার হবেনা বা ঘন ও করতে হবেনা চিনির রসটা পাতলাই থাকবে। যতটা পরিমান চিনি ততটা পরিমান এ জল দিতে হবে।

  6. 6

    আমি এখানে চা এর কাপ এর ৫ কাপ চিনি ও ৫ কাপ জল নিয়ে চিনির রস তৈরি করেছি। আপনারা আলুর পরিমাণ বুঝে চিনির রস তৈরি করবেন। বেশি রস হলে অসুবিধা নেই।

  7. 7

    আলুর বল গুলো লালচে করে ভেজে সাথে সাথে ওই গরম চিনির রস এর মধ্যে দিয়ে দিতে হবে, বলগুলো এবং রস দুটোই গরম থাকতে হবে নাহলে রস ভালো ভাবে বল গুলোর মধ্যে ঢুকবে না।

  8. 8

    এই ভাবে সব গুলো বানিয়ে নিতে হবে। ২-৩ন্টা মতো রেখে ঠান্ডা করে নিতে হবে। যত বেশি সময় রাখা হবে রস ভালো ভাবে পান্তুয়ার মধ্যে ঢুকবে।

  9. 9

    এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি আলুর পান্তুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anindita Mondal
Anindita Mondal @cook_26502605

Similar Recipes