ডাব চিংড়ি (daab chingri recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

ডাব চিংড়ি (daab chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টি ডাব
  2. স্বাদ মতনুন
  3. ৩টেবিল চামচ সর্ষে তেল
  4. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  5. ২টেবিল চামচ পোস্ত বাটা
  6. ২টেবিল চামচ সর্ষে বাটা
  7. ১টেবিল চামচ কাজু বাটা
  8. ৩টি কাঁচালঙ্কা
  9. ২০০গ্রাম চিংড়ি মাছ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ, নুন মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর প্যান এ তেল এ হালকা করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    মিক্সিতে একসাথে সর্ষে,পোস্ত, কাজু বেটে রাখতে হবে।

  4. 4

    পোস্ত বাটা,সর্ষে বাটা, নুন,হলুদ গুঁড়ো,কাজু বাটা,চিংড়ি মাছ ভাজা, ডাব এর জল দিয়ে মেশাতে হবে।

  5. 5

    ডাব এর ভেতর মিশ্রণ তা ঢেলে দিতে হবে,শেষে সর্ষে তেল আর কাঁচালঙ্কা ছিড়ে দিতে হবে।

  6. 6

    ডাব টা প্রেসার কুকারে ভেতর রেখে ডাব এর কাটা অংশ টা ঢেকে দিতে হবে,তারপর ১/৪ অংশ জল ঢালতে হবে।

  7. 7

    একটা সিটি দিয়ে নামাতে হবে,পরিবেশন এর সময় কাঁচালঙ্কা চিড়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

Similar Recipes