ডাব চিংড়ি (Daab Chingri receipe in Bengali)

Sumana Chowdhury
Sumana Chowdhury @hitktr44

#pb2
#week3
চিংড়ি জলের পোকা হলেও বাঙালির অতি প্রিয় এবং সুস্বাদু মাছ এর তকমা পেয়েছে। চিংড়ির স্বাদ যেকোনো রান্নার স্বাদ কে দ্বিগুণ বাড়িয়ে তোলে।

ডাব চিংড়ি (Daab Chingri receipe in Bengali)

#pb2
#week3
চিংড়ি জলের পোকা হলেও বাঙালির অতি প্রিয় এবং সুস্বাদু মাছ এর তকমা পেয়েছে। চিংড়ির স্বাদ যেকোনো রান্নার স্বাদ কে দ্বিগুণ বাড়িয়ে তোলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 টা বড় হালকা শাঁসওয়ালা ডাব
  2. 300 গ্রামচিংড়ি মাছ
  3. 1/4 কাপসরষের তেল
  4. 1/2 কাপডাবের শাঁস
  5. 2 চা চামচপোস্ত বাটা
  6. 3 চা চামচসর্ষে বাটা
  7. 100 গ্রামপেঁয়াজ
  8. 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. 2 কাপডাবের জল
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলোকে ভালো করে নুন,হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিন।তারপর সরষের তেলে হালকা ভেজে তুলে রাখুন।

  2. 2

    ডাব থেকে শাঁস বের করে নিয়ে মিক্সিতে পেঁয়াজ,সরষে,পোস্ত, কাঁচা লঙ্কা,ও অল্প ডাবের জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।এবার তৈরি করা মসলার পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, সরষের তেল,লঙ্কা গুঁড়ো আর বাকি দেড় কাপ ডাবের জল এর মধ্যে ভেজে রাখা চিংড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার পুরো মিশ্রণটি ডাবের মধ্যে ঢেলে ডাবের মুখটি একটি আটার ডো দিয়ে ভালো করে সিল করে দিতে হবে।

  4. 4

    একটি ছড়ানো সসপ্যানে একটি স্টিলের ষ্ট্যান্ড বসিয়ে তার উপর ডাবটিকে বসিয়ে সসপ্যানে এমনভাবে জল ঢালতে হবে যেন ডাবের অর্ধেক অংশ জলের মধ্যে ডুবে থাকে।

  5. 5

    এবার সসপ্যানে র ওপর একটি ঢাকনা দিয়ে গ্যাস on করে low flame এ 30 মিনিট মতো ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডাব চিংড়ি।

  6. 6

    কিছুক্ষণ পর সাবধানে ডাব টিকে সসপ্যানের বাইরে বের করে এনে আটা দিয়ে আটকানো মুখটা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডাব চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Chowdhury
রান্নাঘর ------আমার এক স্বপ্নপূরণের গল্প
আরও পড়ুন

Similar Recipes