বেন্দু বডা (bendu bora recipe in bengali)

Puja Shaw
Puja Shaw @Puja_26602612

বেন্দু বডা (bendu bora recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ১০০ গ্রাম বিউলি ডাল
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ২ টো লঙ্কা কুচি
  4. পরিমাণ মতকারিপাত কুচি
  5. ১/২ চা চামচ হিং
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সর্বপ্রথম ডালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হবে। এবার ডালকে বেটে নেব

  2. 2

    তার মধ্যে পেঁয়াজকুচি কাঁচালঙ্কা কুচি নুন আর হিং কালিপাতা কুচি দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর একটা চামচ সাহায্যে ভালো করে ফেটিয়ে হালকা করে নেব।

  3. 3

    এবার করাটা গরম করে নিতে হবে তার মধ্যে তেল দিব আর নিজের ইচ্ছার চেপের মতো বলাটাকে ভেজে তুলে নিতে হবে। গরম গরম আমি সাম্বার আর চাটনি দিয়ে পরিবেশন করেছি আপনি আপনার ইচ্ছার মত পরিবেশন করতে পারেন তৈরি আছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Shaw
Puja Shaw @Puja_26602612

মন্তব্যগুলি

Similar Recipes