রাধাবল্লভী(radhaballabhi recipe in Bengali)

Tandra Dutta
Tandra Dutta @cook_26398320

#পূজা2020
রাধা বল্লবি সাধারণত পুজোতে আমি বানিয়ে থাকি ,এটা ছোলার ঘুগনি অথবা আলুর দমের সাথে খুব ভালো লাগে খেতে।

রাধাবল্লভী(radhaballabhi recipe in Bengali)

#পূজা2020
রাধা বল্লবি সাধারণত পুজোতে আমি বানিয়ে থাকি ,এটা ছোলার ঘুগনি অথবা আলুর দমের সাথে খুব ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫-৫০ মিনিট
৪ জন
  1. ১ কাপ বিউলি ডাল
  2. ২ টেবিল চামচ মৌরি
  3. ১/২ চা চামচ হিং
  4. ১/২ চা চামচ লবণ
  5. ৮-১০ টা কাঁচা লঙ্কা
  6. ১ ইঞ্চি আদা
  7. ১ চা চামচ চিনি
  8. ২ কাপ ময়দা
  9. ৩ টেবিল চামচ ঘি।
  10. পরিমাণমতোসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪৫-৫০ মিনিট
  1. 1

    বিউলি ডাল চার ঘন্টা জলে ভিজিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    মৌরিভেজে গুঁড়া করে নিতে হবে।

  3. 3

    আদা ও কাঁচা লঙ্কা বেটে নিতে হবে।

  4. 4

    কড়াইতে ঘি দিয়ে তাতে গোটা মৌরি ফরণ দিয়ে তাতে হিং দিয়ে হবে, একটু নেড়ে আদাও লঙ্কা বাটা, নুন চিনি দিয়ে দিতে হবে।

  5. 5

    মসলা কষানো হয়ে গেলে তাতে বেটে রাখা বিউলি ডাল টা দিয়ে দিতে হবে, 15 মিনিট পর্যন্ত এটাকে লো ফ্লেমে ভাজতে হবে।

  6. 6

    ১৫ মিনিট ভাজার পর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  7. 7

    এবার অন্য একটি পাত্রে ময়দা নিয়ে তাতে নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এবার তাতে 1 চা চামচ বিউলি ডাল বাটা দিয়ে ও হাফ চা চামচ ভাজা মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে ময়দা মেখে নিতে হবে। ও আধাঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  8. 8

    এবার লুচির মতো ছোট ছোট লেচি করে নিতে হবে।

  9. 9

    ছোট লেচি গুলোতে পুর ভরে লুচির মত করে বেলে ভেজে নিলেই তৈরি রাধাবল্লভী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Dutta
Tandra Dutta @cook_26398320

Similar Recipes