নলেনগুড়ের পাটিসাপটা (nolen gurer patishapta recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#PS
এটা খেতে দারুণ লাগে। এখন নন্সটিক তাওয়া তে পটাপট বানিয়ে ফেলা যায়। তাই এই শীতকালে আমি প্রায়ই বানাই।

নলেনগুড়ের পাটিসাপটা (nolen gurer patishapta recipe in Bengali)

#PS
এটা খেতে দারুণ লাগে। এখন নন্সটিক তাওয়া তে পটাপট বানিয়ে ফেলা যায়। তাই এই শীতকালে আমি প্রায়ই বানাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টানারকেল কোরা
  2. প্রয়োজন মতনলেনগুড়
  3. ১/২কাপক্ষোয়া
  4. ২কাপনতুন চালের গুঁড়ো
  5. ১কাপময়দা
  6. ৫০০মিলি লিটারতরল দুধ
  7. পরিমাণ মতঘি বা সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    নারকেল কোরা ক্ষোয়া ক্ষীর আর নলেন গুড় দিয়ে ভালো করে মেখে, করাই তে পাক দিতে হবে।

  2. 2

    অন্য একটা বাটিতে ময়দা, চালের গুরো, এক চিমটি নুন, হাফ কাপ নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে, দুধ দিয়ে সুন্দর একটা বাটার বানাতে হবে।

  3. 3

    এই ব্যাটারে ১চা চামচ সাদা তেল মিশিয়ে নিতে হবে, তাহলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

  4. 4

    এবার নন্সটিক তাওয়া তে এক হাতা করে নিয়ে তাওয়া তে দিয়ে ভালো করে ঘুড়িয়ে পাতলা প্আনকেক টা বানাতে হবে।

  5. 5

    একটু শুকিয়ে গেলে মাঝখানে নারকেল পুর টা লম্বা করে দিতে হবে ।

  6. 6

    একটু তেল বা ঘি ঘুরিয়ে নিতে হবে।

  7. 7

    এবার রোল করে নিলেই রেডি পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes