ক্ষীরের পাটিসাপ্টা (Khirer Patishapta recipe in bengali)

কুসুম
কুসুম @kusum_

ক্ষীরের পাটিসাপ্টা (Khirer Patishapta recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপচালের গুঁড়ো
  2. ১/২ কাপময়দা
  3. ১/৪ কাপসুজি
  4. ১ কাপদুধ
  5. ১ চিমটিনুন
  6. অর্ধেক কাপখেজুরের গুড়
  7. ২ টেবিল চামচঘি বা সাদা তেল
  8. ক্ষীরের পুরের উপকরণ
  9. ১/৩ কাপগুড়
  10. ১ কাপ নারকেল কোরা
  11. ১ কাপ ক্ষোয়া ক্ষীর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাতে তরল খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি ঘন এবং পাতলার মাঝামাঝি হবে। ব্যাটারটি ঢাকা দিয়ে রেখে দিন। এবার কড়াই গরম করে তাতে নারকেল দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

  2. 2

    এরপর এতে মেশান ক্ষোয়া ক্ষীর এবং গুড়।খুব ভালো করে পাক দিতে থাকুন। তবে পাক যেন শক্ত না হয়। এবার পাটিসাপটা তৈরির পালা। চালু বা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিন।

  3. 3

    তেল গরম হলেই তাতে গোল হাতা দিয়ে গোল করে ব্যাটারটি দিয়ে সাবধানে সেটি ছড়াতে থাকুন। আঁচ একেবারেই কমিয়ে রাখবেন। এবার পাটিসাপটার মাঝে লম্বা করে ক্ষীরের পুর বা ক্ষীরসাটি লম্বা করে দিয়ে দিন।

  4. 4

    তারপর অনেকটা অমলেটের মতো করে ভাঁজ করে নিন। আরও কয়েক মিনিট উলটে পালটে ভেজে নামিয়ে নিন পাটিসাপটা। গরম গরম কিংবা বাসি পাটি সাপটা দুই অবস্থাতেই দারুণ খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
কুসুম

মন্তব্যগুলি

Similar Recipes