ক্ষীরের পাটিসাপটা (kheerer patisapta recipe in bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ps

ক্ষীরের পাটিসাপটা (kheerer patisapta recipe in bengali)

#ps

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫ মিনিট
১০ জন
  1. ২ লিটার দুধ
  2. ৩০০ গ্রাম নলেন গুড়
  3. ১ কাপ গোবিন্দ ভোগ চালের গুড়ো
  4. ১.৫কাপ ময়দা
  5. ১/২ কাপ সুজি
  6. ১ কাপ চিনি
  7. ১ চিমটি নুন
  8. পরিমাণ মত দুধ
  9. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধ গরম বসাতে হবে। তারপর নেড়ে নেড়ে ঘন করতে হবে। তারপর তাতে নলেন গুড়ো দিয়ে নেড়ে শুকিয়ে নিতে হবে।

  2. 2
  3. 3

    তারপর একটা বড়ো পাত্রে চালের গুড়ো,সুজি আর ময়দা দিয়ে তাতে নুন আর ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

  4. 4

    তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। তাতে চিনি দিয়ে মিশিয়ে ১ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে । গোলা টা বেশি ঘন মনে হলে একটু দুধ দিয়ে মিশিয়ে পাতলা করে নিতে হবে।

  5. 5

    তারপর তাওয়া গরম করে ঘি ব্রাস করে হাতা দিয়ে অল্প করে গোলা টা দিয়ে ছড়িয়ে দিতে হবে আর মাঝখানে ক্ষীরের পুরটা ভরে মুড়িয়ে দিতে হবে।

  6. 6

    এইভাবে মাঝারি আঁচে সব পাটিসাপটা গুলো ভেজে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেলো ক্ষীরের পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes