রাভা উত্তপম (Rava uttapam recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#KD
ব্রেকফাস্ট এর জন্য এই রেসিপি টি খুব ই ভালো। চটজলদি ও স্বাস্থকর ও এই খাবার।

রাভা উত্তপম (Rava uttapam recipe in bengali)

#KD
ব্রেকফাস্ট এর জন্য এই রেসিপি টি খুব ই ভালো। চটজলদি ও স্বাস্থকর ও এই খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 200 গ্রামমিহি সুজি
  2. 75 গ্রামটক দই
  3. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম
  4. 2টেবিল চামচ গাজর কুচি
  5. 1টেবিল চামচ পেঁয়াজ কুচি
  6. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  7. 2 চা চামচধনেপাতা কুচি
  8. 50 গ্রামধনেপাতা
  9. 3টেবিল চামচ নারকেল কুচি
  10. 2 চা চামচপুদিনা পাতা
  11. 3 -4 টিকাঁচা লংকা
  12. 12 -15 টি কারিপাতা
  13. স্বাদ মতনুন
  14. 2 -3 চা চামচ তেল
  15. 1চিমটি বেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে সুজি, টক দই, ক্যাপ্সিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লংকা কুচি ও কাড়িপাতা কুচি এবং সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে।

  2. 2

    এবার একটি মিক্সি জারে নারকেল কুচি, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লংকা ও সামান্য নুন দিয়ে পেস্ট করে নিতে হবে। একটি ছোটো প্যানে সামান্য তেল দিয়ে তাতে গোটা সরষে ও কাড়িপাতা ফোড়ন দিয়ে সেটা চাটনি তে ঢেলে দিতে হবে। উত্থাপম এর চাটনি তৈরি।

  3. 3

    কিছুক্ষণ পর সুজির মিশ্রণ টি তে একটু জল ও বেকিং সোডা মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে একটি গোল হাতা দিয়ে সুজির মিশ্রণ নিয়ে দিতে হবে

  4. 4

    ঢেকে দিয়ে দুপিঠ ভালো করে ভেজে চাটনির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes