ডিমের হালুয়া(dimer halwa recipe in bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#DR1
এটা ডেজারট হিসেবে দারূন,রূটি, পরোটা ,লুচি ও ভাতের পর মিস্টি মুখ করতে দারুন।
ঐতিহ্য পূর্ন রেসিপি ।

ডিমের হালুয়া(dimer halwa recipe in bengali)

#DR1
এটা ডেজারট হিসেবে দারূন,রূটি, পরোটা ,লুচি ও ভাতের পর মিস্টি মুখ করতে দারুন।
ঐতিহ্য পূর্ন রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫মিনিট
কয়েক জনের জন্য
  1. ৪টি ডিম ফেটিয়ে নিলাম
  2. ৫০০গ্ৰাম জল বিহীন গরুর দুধ/ডায়েরি প্যাকেট দুধ
  3. ৮টেবিল চামচ চিনি
  4. ১টি তেজপাতা
  5. ১টেবিল চামচ ঘি
  6. ৮/২০টি কাজুবাদাম
  7. ৭/৮টি কিশমিশ
  8. ১চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  9. সামান্যজাফরান রং
  10. ১টেবিল চামচ গোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটি উঁচু পাত্রে (গ্লাস/ঘটি) হলে ভালো,ডিম ৪টি নিয়ে ফেটিয়ে নিলাম

  2. 2

    গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দুধ দিয়ে জ্বাল দিয়ে গাড়ো করতে দিলাম, মাঝে মাঝে নাড়তে হবে

  3. 3

    এবার ডিম ফেটিয়ে ফুলে বাবল হলে ৮চামচ চিনি গুঁড়ো দিয়ে আরও ফেটিয়ে গাড়ো দুধে গেলে অনবরত ধীমে আঁচে নাড়তে থাকলাম, এটা করলে দানা মিহি মিহিদানার মত হবে,এর মাঝে তেজপাতার টুকরো করে, এলাচ গুঁড়ো, ঘি,কাজু বাদাম, কিশমিশ ও রং সামান্য দিয়ে নেড়ে দানা হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিছুক্ষন নেড়ে গেলাম

  4. 4

    এবার নেড়ে কেওড়া জল দিয়ে মিশিয়ে নিলাম ও সার্ভিস ডিশে নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত আমার ডিমের হালুয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes