সিমুই হালুয়া (sewai halwa recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#মিষ্টি
এই হালুয়া খুব সহজেই ও ঝটপট তৈরি হয়ে যায়, খেতে ও খুব দারুন হয়।

সিমুই হালুয়া (sewai halwa recipe in Bengali)

#মিষ্টি
এই হালুয়া খুব সহজেই ও ঝটপট তৈরি হয়ে যায়, খেতে ও খুব দারুন হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সিমুই
  2. ৪ টেবিল চামচ ঘি
  3. ১/২ কাপ কনডেন্সড মিল্ক
  4. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  5. ২.৫কাপ দুধ
  6. ৩ টেবিল চামচ চিনি
  7. ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ
  8. ৩ টেবিল চামচ ড্রাই ফ্রুট

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সিমুই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, একেবারে পাউডার করার প্রয়োজন নেই, এবার কড়াইতে ৩ টেবিল চামচ ঘি দিতে হবে।

  2. 2

    সিমুই দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো দুধ ও চিনি দিয়ে নাড়াচাড়া করে তাতে দুধ আর কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করতে হবে।

  3. 3

    দুধ শুকিয়ে সিমুই সেদ্ধ হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক, বাকি ড্রাই ফ্রুটস, এলাচ গুঁড়ো ও ১ টেবিল চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি সিমুই হালুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes