ডিম কষা (dim kosha recipe in bengali)

Joyita Mitra
Joyita Mitra @Joyita05

ডিম কষা (dim kosha recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪টে ডিম
  2. ২টো আলু চার টুকরো করা
  3. ১টি পেঁয়াজ বাটা
  4. ৪ কোয়া রসুন বাটা
  5. ১টি টমেটো পেস্ট
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1 চা চামচআদা বাটা
  10. পরিমাণ মত সরষের তেল
  11. স্বাদ মতনুন
  12. 1/2 চা চামচচিনি
  13. ২টি কাঁচালঙ্কা বাটা
  14. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  15. সামান্যগোটা জিরা
  16. ২-৩টা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ডিম আলুগুলো সেদ্ধ করে নিতে হবে, ডিম আলুর খোসা ছাড়িয়ে রাখতে হবে

  2. 2

    করাতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আলু ডিম গুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    ওই তেলে জিরা ফোরন দিতে হবে, তারপরে এক এক করে সমস্ত মসলা দিয়ে ভালো করে কষাতে হবে পরিমাণ মতো জল দিতে হবে

  4. 4

    ঝোল ফুটে উঠলে ডিম আলু দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।৫ মিনিট বাদে ঢাকা খুলে গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে

  5. 5

    ডিম গুলো নামিয়ে আমি মাঝখান থেকে কেটে সাজিয়ে পরিবেশন করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Joyita Mitra
Joyita Mitra @Joyita05

মন্তব্যগুলি

Similar Recipes