ডিম কষা (dim kosha recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

ডিম কষা (dim kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টেডিম
  2. ১টা পেঁয়াজ
  3. ১ চা চামচ আদা রসুন বাটা
  4. ২টোকাঁচা লঙ্কা
  5. ১ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচধনে জিরে গুঁড়া
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১চিমটিচিনি
  9. ১ চা চামচগোটা জিরে ফোঁড়নের জন্য
  10. ৪ টেবিল চামচসাদা তেল
  11. ১ চা চামচটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে সামান্য গা গুলো চিরে দিয়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার পিয়াঁজ ভাজা হলে তাতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।

  4. 4

    তারপর একে একে সব মসলা দিয়ে ভাজা ডিম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কষা মসলা থেকে তেল ছেড়ে আসলে খুব সামান্য জল দিয়ে ফুটিয়ে একদম মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

Similar Recipes