কড়াইশুঁটি নারকেলি পরোটা(korai shuti narkeli paratha recipe in bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#SSR
শিবরাত্রি উপলক্ষ্যে বানালাম।

কড়াইশুঁটি নারকেলি পরোটা(korai shuti narkeli paratha recipe in bengali)

#SSR
শিবরাত্রি উপলক্ষ্যে বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 500 গ্রামময়দা
  2. আন্দাজ মত নুন চিনি
  3. 1 কাপকড়াইশুঁটি
  4. 1/2 কাপনারকেল কোরা
  5. 1/2 চা চামচজিরা গুড়ো
  6. 1/2 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে ময়দা,নুন চিনি আন্দাজমতো ও সাদা তেল দিন পরিমাণমতো ও ময়েন দিয়ে ভাল করে।

  2. 2

    এরপর কড়াইশুঁটি বেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে কড়াইশুঁটি, নারকেল কোরা ও সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

  3. 3

    নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে নেড়ে নিন। এরপর ময়দাতে মিশ্রণ দিয়ে ভাল করে মেখে ডো তৈরি করুন।

  4. 4

    এরপর 15মিনিট ঢেকে রাখতে হবে। এরপর ময়দা ডো লেচি কেটে পরোটা তৈরি করুন।

  5. 5

    এরপর তাওয়াতে সেঁকে নিন ও তেল দিয়ে ভাল করে ভেজে তুলুন এবং তারপর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes