কড়াইশুঁটির পুর ভরা পুলি পিঠা(karaishutir puli pitha recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#PS
পৌষপার্বণ মানেই পিঠে পুলি আর নবান্ন উৎসব। আর তাই এই পৌষপার্বণ উপলক্ষ্যে বানালাম।

কড়াইশুঁটির পুর ভরা পুলি পিঠা(karaishutir puli pitha recipe in Bengali)

#PS
পৌষপার্বণ মানেই পিঠে পুলি আর নবান্ন উৎসব। আর তাই এই পৌষপার্বণ উপলক্ষ্যে বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4জন
  1. 250 গ্রামময়দা
  2. স্বাদ মতনুন চিনি
  3. 1 বাটিকড়াইশুঁটি
  4. 1/2 কাপনারকেল কোরা
  5. 1টেবিল চামচঘি
  6. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  2. 2

    এরপর কড়াইশুঁটি গুলো ভাপিয়ে নিন ও সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। তারপর বেটে নিন।

  3. 3
  4. 4

    এরপর ময়দা দিয়ে ভাল করে মেখে নিন। একটা ডো তৈরি করুন। 15মিনিট ঢেকে রাখতে হবে।

  5. 5

    এরপর কড়াইয়ে নারকেল কোরা চিনি 3 টেবিল চামচ দিয়ে ভাল করে নেড়ে নিন। লাল রং ধরলে নামিয়ে নিন।

  6. 6

    এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে পুর ভরে নিন ও মুড়ে নিন ভাল করে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিন।

  7. 7

    তারপর পিঠে গুলো ভেজে তুলুন এবং পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes