বাটা মাছের ঝোল(Bata macher jhol recipe in bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#BRR
এখানে বাঙ্গালী রান্না দেখাতে পেরে আমি ধন্য।নতূন রাননা যতই শিখি না কেন। পুরাতন কে কি ভোলা যায় ,না ভুলতে দেওয়া যায়।বাঙ্গালী মাছে ভাতে কথাই আছে না।

বাটা মাছের ঝোল(Bata macher jhol recipe in bengali)

#BRR
এখানে বাঙ্গালী রান্না দেখাতে পেরে আমি ধন্য।নতূন রাননা যতই শিখি না কেন। পুরাতন কে কি ভোলা যায় ,না ভুলতে দেওয়া যায়।বাঙ্গালী মাছে ভাতে কথাই আছে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫মিনিট
কয়েক জনের জন্য
  1. ৬পিস ভাজা মাছ
  2. ২টেবিল চামচ পেঁয়াজ বাটা
  3. ১.৫টেবিল চামচ সর্ষে তেল
  4. ১টি টমেটো কুচি
  5. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1/2চা চামচ জিরে গুঁড়ো
  7. 1/2চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ২টি কাঁচা লঙ্কা চেড়া
  9. প্রয়োজন মতনুন
  10. সামান্যধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫মিনিট
  1. 1

    প্রথমে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম হলে কাশমিরি লঙ্কা গুঁড়ো ও পেঁয়াজ কুচি ও বাটা পেঁয়াজ দিয়ে, টমেটো কুচি দিয়ে নাড়তে লাগলাম

  2. 2

    তারপর হলুদ গুঁড়ো,জিরে গুঁড়োও নুন দিয়ে কষিয়ে জল দিয়ে নাড়তে লাগলাম কষানো হলে জল দিয়ে মাছ ভাজার পিস দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিলাম মিডিয়াম আঁচে।

  3. 3

    তার কিছু পর ঢাকা খুলে দেখলাম তেল ছেড়ে দিয়েছে,তখন ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম ও পরিবেশনের জন্য প্রস্তুত সার্ভিস ডিসে, আমার বাটা মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes