মাংসের দুধ কোর্মা

ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

এটি একটি বাঙালি ঘরানার। এটি ভাত বা রুটি বা পরোটা বা পোলাও দিয়ে পরিবেশন করুন।

মাংসের দুধ কোর্মা

এটি একটি বাঙালি ঘরানার। এটি ভাত বা রুটি বা পরোটা বা পোলাও দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কেজিচৌকো করে কাটা মাংস
  2. আধা লিটারদুধ
  3. আধা কাপক্রিম
  4. ২ বড় চামচপোস্ত বাটা
  5. ২ বড় চামচকিসমিস বাটা
  6. আধা কাপনারকেল বাটা
  7. ২ বড় চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ২ বড় চামচআদা-রসুন বাটা
  9. ১ বড় চামচশা-জিরা
  10. ২ টিতেজপাতা
  11. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  12. স্বাদমতনুন
  13. স্বাদমতচিনি
  14. ৫-৬ বড় চামচসর্ষের তেল
  15. ২ বড় চামচঘী
  16. ৭-৮ টিকাজু ও কিসমিস
  17. প্রয়োজনমতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্যানে দুধ গরম করুন। এতে মাংস ও ক্রিম মেশান। মাংস নরম হওয়া অবধি ফোটান। এবার পোস্তবাটা দিয়ে আরও ২-৩ মিনিট রাঁধুন।

  2. 2

    মাংস ও মাংস সেদ্ধ জল পৃথক করুন।

  3. 3

    অন্য প্যানে সর্ষের তেল গরম করুন, এতে শা জিরা ও তেজপাতা ফোরণ দিন। এবার আদা-রসুন বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন ও স্বাদমত চিনি মেশান। মশলার কাঁচা গন্ধ দূর হওয়া অবধি রাঁধুন। এবার মাংসের টুকরো দিয়ে দিন এবং মশলা থেকে তেল ছাড়া অবধি রাঁধুন।

  4. 4

    মাংস সেদ্ধ দুধটা ঢেলে দিন এবার এবং ঝোল ঘন হওয়া অবধি রাঁধুন।

  5. 5

    যখন ঝোল তৈরী হয়ে যাবে তখন গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

  6. 6

    প্যানে ঘী গরম করুন। এতে কাজু ও কিসমিস দিয়ে নাড়ুন এবং এটা মাংসের উপর ঢেলে দিন। ভালোকরে মিশিয়ে নামিয়ে গরমাগরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

মন্তব্যগুলি

Similar Recipes