নিরামিষ মোচার ঘন্ট

Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

# নিরামিষ বাঙালি রান্না
এটি একটি ট্রাডিশনাল বাংলা রেসিপি । নিরামিষ এর মেনুতে গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে এই মোচার ঘন্ট এর স্বাদ অপূর্ব ।

নিরামিষ মোচার ঘন্ট

# নিরামিষ বাঙালি রান্না
এটি একটি ট্রাডিশনাল বাংলা রেসিপি । নিরামিষ এর মেনুতে গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে এই মোচার ঘন্ট এর স্বাদ অপূর্ব ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চারজনের জন্য
  1. 1টা মাঝারি মাপেরমোচা ছোট ছোট টুকরো করে কাটা
  2. 1/4 কাপ সরষের তেল
  3. 1টা আলু ডুমো ডুমো করে কাটা
  4. 1মুঠো ভেজানো ছোলা হালকা সিদ্ধ করা
  5. 2 চামচ করেআদা বাটা শুকনো লঙ্কা বাটা
  6. 1/ 4 কাপটমেটো বাটা
  7. 1/2 কাপ হাফ নারকেল কুরানো
  8. 1 টেবিল চামচঘি
  9. 1 চা চামচগরম মসলার গুঁড়ো
  10. 2-3 টিকাঁচা লঙ্কা
  11. 1 চা চামচ ফোঁড়নের জন্য গোটা জিরে
  12. 2টো তেজপাতা
  13. 1টা শুকনো লঙ্কা
  14. প্রয়োজন মতোনুন চিনি ও হলুদ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মোচা অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিয়ে একটু চটকে নিতে হবে

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে আলু গুলো ভেজে তুলে নিতে হবে

  3. 3

    তারপর ওই তেলে ফোঁড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাটা মশলা টা অল্প জলে গুলে দিয়ে দিতে হবে

  4. 4

    খানিকক্ষণ কষিয়ে টমেটো বাটা টাও দিতে হবে। এবার হালকা সেদ্ধ করা ছোলা টা দিয়ে দিতে হবে

  5. 5

    একটু সময় পরে নারকেল কোরানো টা দিয়ে দিতে হবে ।

  6. 6

    ভালো করে কষিয়ে তেল ছাড়লে আলু গুলো দিয়ে দিতে হবে ও সেদ্ধ মোচাটাও যোগ করতে হবে । নুন ও হলুদ যোগ করতে হবে যেহেতু সেদ্ধ করার সময় মোচাতে নুন দেওয়া হয়েছিল তাই নুনটা একটু বুঝে দিতে হবে ।

  7. 7

    বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে উষ্ণ জল অল্প দিয়ে ঢেকে দিতে হবে । কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিতে হবে

  8. 8

    বেশ মাখা মাখা হলে একটু চিনি গরম মসলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে আরও 5 মিনিট মতো রেখে নামিয়ে নিতে হবে ।

  9. 9

    তৈরি মোচার ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

মন্তব্যগুলি

Similar Recipes