মুগডাল মোচার ঘন্ট (moong dal mochar ghonto recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

আজ তৈরী করলাম ভাজা মুগের ডাল দিয়ে মোচার ঘন্ট | এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুন সম্পন্ন রেসিপি |

মুগডাল মোচার ঘন্ট (moong dal mochar ghonto recipe in Bengali)

আজ তৈরী করলাম ভাজা মুগের ডাল দিয়ে মোচার ঘন্ট | এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুন সম্পন্ন রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৫-৬ জন
  1. ১টি মোচা কুচি করে সেদ্ধ করা
  2. ১টি আলু কুচি
  3. ১/২ নারকেল কুচি
  4. ২ চা চামচ কাজুবাদাম
  5. ২ চা চামচ কিসমিস
  6. ১টি তেজপাতা
  7. ১টি শুকনো লঙ্কা
  8. ২টি ছোট এলাচ
  9. ১টুকরো দারচিনি
  10. ৩ চা চামচ ঘি
  11. প্রয়োজন মতসর্ষের তেল
  12. ১ টি পেঁয়াজ কুচি
  13. ১টি টমেটো কুচি
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. প্রয়োজন মতনুন
  17. ২ চা চামচ গরম মশলা
  18. ১ চা চামচ জিরে গুঁড়ো
  19. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  20. ২) মুগ ডাল বানাতে লাগছে
  21. ১ মুঠো রোস্টেড মুগডাল
  22. ১ চা চামচ নুন
  23. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  24. প্রয়োজন মতজল
  25. ৩)মোচার বড়া বানাতে লাগছে
  26. ৪চা চামচ সেদ্ধ মোচা
  27. ১ চা চামচ নারকেল কোরা
  28. ৬চা চামচ বেসন
  29. ১ চিমটি কালোজিরা
  30. ২ চা চামচ পেঁয়াজ কুচি
  31. ১ চা চামচ আদা বাটা
  32. ১ চা চামচ নুন
  33. ১টি কাঁচা লঙ্কা কুচি
  34. প্রয়োজন মতভাজার তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে মোচা পরিস্কার করে,কেটে হলুদ জলে১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে | তারপর কুকারে নুন হলুদ জলে২টা সিটি দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে |

  2. 2

    মুগডাল রোস্ট করে ধুয়ে সামান্য নুন হলুদ ও জল দিয়ে ৮০% ভাগ সেদ্ধ করে রাখতে হবে i

  3. 3

    সেদ্ধ মোচা জল চিপে ১মুঠো নিয়ে বেসন, নুন হলুদলংকা, কালোজিরা, ১ চা চামচ পেঁয়াজ কুচি, ১চাচামচ, নারকেল কোরা, আদাবাঁটা দিয়ে মেখে সঃ তেলে ছোট ছোট বড়া ভেজে তুলে রাখতে হবে |

  4. 4

    প্যানে শুকনা লংকা, তেজপাতা, গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে প্রথমে আলু কুচি ভাজতে হবে, আলু আধভাজা হলে নারকেলকুচি ভাজাহবে, এবার কাজু, কিসমিস দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে৷

  5. 5

    পেঁয়াজ ভাজা হলে টমেটো কুচি, আদা,জিরেলংকা হলুদগুড়া, নুন দিয়ে কসাতে হবে, এই পর্যায়ে দরকার হলে জলের ছিটা দিতে হবে |আলুও সব মশলা কষানো হলে সেদ্ধ করা জল ঝরানো মোচাটা দিয়ে ভালোমত কষাতে হবে, চিনি ও সামান্য ঘি দিয়ে তেল ছেড়ে এলে ১ কাপ গরমজল দিয়ে ঢেকে জল ফুটে উঠলে সেদ্ধ করা মুগডাল,ভাজা বড়া, ঘি, গরম মশলা ছড়িয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে |

  6. 6

    তৈরী হয়ে গেল ভাজা মুগডাল ও মোচার বড়া দিয়ে মোচার ঘন্ট| এটি ভাত, রাইস রুটি সবার সাথেই পরিবেশন করা যাবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes