মোচার চপের বার্গার

Pallabi Ghosh Ray
Pallabi Ghosh Ray @cook_15446298

#নিরামিষ বাঙালি রান্না

মোচার চপের বার্গার

#নিরামিষ বাঙালি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
2 জন
  1. 1টি মোচা
  2. 4টি সিদ্ধ আলু
  3. 1 টেবিল চামচআদা বাটা
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1 চা চামচজীরে গুঁড়ো
  7. 1/2 চা চামচভাজা মসলা
  8. 1 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  10. 1 চা চামচগোটা জীরে
  11. 2টি শুকনো লঙ্কা
  12. 4টি কাঁচালঙ্কা কুঁচি করা
  13. 2 টেবিল চামচনারিকেল কুঁচি
  14. 4 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  15. 250 গ্রামবিস্কুটের গুঁড়ো
  16. স্বাদমতো নুন
  17. পরিমাণ মতোভাজার জন্য সর্ষের তেল
  18. 2টি বার্গার বান
  19. 1 টেবিল চামচমাখন
  20. 1টি বাঁধাকপির পাতা
  21. 1 টেবিল চামচএগলেস মেয়নিজ
  22. 4 টুকরো টম্যাটো
  23. 2 টুকরো পিঁয়াজ
  24. 2 টুকরোচীজ
  25. 2টি টুথপিক
  26. 2টি চেরী
  27. প্রয়োজন মতফ্রেঞ্চ ফ্রাই

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    সমস্ত উপকরন জোগাড় করে নিয়েছি।

  2. 2

    মোচা খুব কুঁচি করে কেটে 3 ঘন্টা হলুদ এবং সর্ষের তেল মেশানো জলে ডুবিয়ে রেখেছিলাম।।এবার ওটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

  3. 3

    আলু মেখে নিয়েছি।এবার কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা ফোড়ণ দিয়েছি।।তারমধ্যে আদা বাটা দিয়েছি।

  4. 4

    আদা ভাজা হলে তারমধ্যে ধনে, জিরে, হলুদ, এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি এবার তারমধ্যে সিদ্ধ মোচা টা দিয়েছি।

  5. 5

    কিছুক্ষন ভাজার পর তারমধ্যে নারকেল কুঁচি,লঙ্কা কুঁচি দিয়ে কিছুক্ষণ নেড়েছি।।এরমধ্যে নুন,ভাজা মসলা,গরম মসলা গুঁড়ো,দিয়ে সিদ্ধ আলুটা দিয়েছি।

  6. 6

    একটা মন্ড মতো তৈরী হলে নামিয়ে নিয়েছি।।এবার মন্ড থেকে প্যাটি বানিয়ে নিয়েছি।

  7. 7

    একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি।।এবার প্যাটি গুলো কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রীজে রেখে দিয়েছি 1 ঘন্টা।

  8. 8

    1 ঘন্টা পর প্যাটি গুলো ভেজে নিয়েছি।।হয়ে গেল চপ তৈরি।

  9. 9

    বাঁধাকপির পাতা ফুটন্ত গরম জলে 30 সেকেন্ড ডুবিয়ে রেখে তুলে নিয়েছি।।বার্গার বান গুলোতে বাটার লাগিয়ে সেঁকে নিয়েছি।

  10. 10

    এবার একটা বানের উপর একটা বাঁধাকপির পাতা রেখে উপরে মেয়নিজ দিয়েছি।।এবার তার উপর টম্যাটো, পিঁয়াজ এর টুকরো দিয়ে প্যাটি টা বসিয়েছি।

  11. 11

    প্যাটির উপর অল্প মেয়নিজ দিয়ে চীজ বসিয়ে দিয়ে বাকি অর্ধেক বান টা বসিয়ে টুথপিক দিয়ে আটকে দিয়েছি।।টুথপিকের মাথায় একটা চেরী লাগিয়ে দিয়েছি।।

  12. 12

    এইভাবে আর একটি বার্গার ও বানিয়ে নিয়েছি।।কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pallabi Ghosh Ray
Pallabi Ghosh Ray @cook_15446298

মন্তব্যগুলি

Similar Recipes