মোচার কোপ্তা কারী

Anupama Paul
Anupama Paul @cook_15996080
serampore

#নিরামিষ বাঙালি রান্না

মোচার কোপ্তা কারী

#নিরামিষ বাঙালি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪-৫ জনের জন্য
  1. ২ কাপ কুচানো মোচা
  2. ১ টি সেদ্ধ আলু
  3. ২‌-৩ বড়ো চামচ বেসন
  4. ৬-৮ টি কিসমিস কুঁচি
  5. ১ টি বড়ো টমেটো কুঁচি
  6. ২ চা চামচ আদা কাঁচালঙ্কা বাটা
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/৪ চা চামচ হিং
  10. ২ টি গোটা কাঁচালঙ্কা
  11. ২ টি তেজপাতা
  12. ১/৪ চা চামচ গোটা জিরে
  13. ১ টি গোটা শুকনো লঙ্ক
  14. ২ ্টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  15. ২ চা চামচ চিনি
  16. ১ চা চামচঘি
  17. ১ চা চামচ সর্ষের তেল
  18. প্রয়োজন মততেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর মোচার সাথে সেদ্ধ আলু,১ চা চামচ আদা কাঁচালঙ্কা বাটা,কিসমিস কু‌ঁচি,১ চা চামচ চিনি,বেসন ও পরিমাণমত নুন দিয়ে মেখে নিতে হবে

  2. 2

    এরপর মোচার সাথে সেদ্ধ আলু,১ চা চামচ আদা কাঁচালঙ্কা বাটা,কিসমিস কু‌ঁচি,১ চা চামচ চিনি,বেসন ও পরিমাণমত নুন দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর ওর গোল গোল বল গড়ে তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে,শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন দিতে হবে।

  5. 5

    সুগন্ধ বেরলে বাকি আদা কাঁচালঙ্কা বাটা আর হিং দিতে হবে।

  6. 6

    এরপর আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে টমেটো কুঁচি দিতে হবে।

  7. 7

    টমেটো সেদ্ধ হয়ে গেলে সব গুঁড়ো মশলা আর নুন চিনি দিয়ে ভালো করে কশে পরিমাণমত জল দিয়ে ৫-৭ মিনিটের জন্য ফোটাতে হবে।

  8. 8

    এরপর কোপ্তাগুলো দিয়ে একবার ফুটে উঠলে গ্যাস বন্ধ করে ধনেপাতা কুঁচি আর ঘি দিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_15996080
serampore

মন্তব্যগুলি (4)

Madhulina Patra
Madhulina Patra @cook_16749332
আমার সব চেয়ে পছেন্দের খাবার এর মধ্যে একটা

Similar Recipes